
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে অবশেষে পর্দায় ফিরছে জনপ্রিয় সিরিজ ‘মন্টু পাইলট’। ২০১৯ সালে শেষবার দর্শকের সঙ্গে দেখা হয়েছিল মন্টুর। সেই সময় সিরিজটি তুমুল জনপ্রিয় হয়েছিল। তারপর থেকে বহু বছর ধরে দর্শকমহল জানতে চেয়েছেন, কবে আবার পর্দায় আসবে ‘মন্টু’? এবার সেই অপেক্ষার অবসান ঘটিয়ে অভিনেতা সৌরভ দাসের জন্মদিন ২১ জানুয়ারি প্রকাশিত হলো দেবালয় ভট্টাচার্যের পরিচালনায় ‘মন্টু পাইলট ৩’-এর চরিত্রের ফার্স্ট লুক।
আগের সিজনের মতোই সৌরভ এই চরিত্রে নিজের সমস্ত লাইমলাইট দখল করবেন এমনটাই অনুরাগীমহলে অনুমেয়। হাতে বন্দুক, চোখে কাজল, তীক্ষ্ণ দৃষ্টি—সবমিলিয়ে মন্টু আগের মতোই তার স্বমহিমায়। তবে নতুন সিজনে মন্টু হবে আরও পরিণত এবং দৃঢ় চরিত্র। আগের সিজনে অনুপস্থিত ভ্রমর এবার ফিরছেন, যা দর্শকদের জন্য নতুন আকর্ষণের কেন্দ্রবিন্দু। সৌরভ ও শোলাঙ্কির সঙ্গে সিরিজে বিশেষ ভূমিকায় থাকছেন চান্দ্রেয়ী ঘোষ, পার্নো মিত্র সহ অনান্য বিশিষ্ট ব্যাক্তিবর্গ। চান্দ্রেয়ী আগের মতোই বিবিজান চরিত্রে অভিনয় করবেন। পার্নো মিত্র নতুনভাবে ধরা দেবেন, যদিও তার চরিত্র এখনও রহস্যময়। কিউ এবার খলচরিত্রে থাকবেন বলে জানা গেছে।

প্রাথমিক তথ্য অনুযায়ী, সব ঠিক থাকলে আগামী মার্চ মাসে মুক্তি পেতে পারে ‘মন্টু পাইলট সিজন ৩’, যা আবার দর্শকদের মন জয় করবে। বলা বাহুল্য, দীর্ঘ প্রতীক্ষার পর ফিরছে মন্টু—এবার আরও শক্তিশালী, পরিণত ও আকর্ষণীয় ভূমিকায়।
