Entertainment

1 hour ago

Palash Muchhal: বিয়ে ভাঙার পর নতুন ইনিংস! পরিচালক হিসেবে আত্মপ্রকাশ পলাশের

Palash Muchhal-Smriti Mandhana (L) Palash Muchhal-Shreyas Talpade (R)
Palash Muchhal-Smriti Mandhana (L) Palash Muchhal-Shreyas Talpade (R)

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  নভেম্বরে চারহাত এক হওয়ার কথা থাকলেও ভাগ্যের নির্মম পরিহাসে তা আর হয়ে ওঠেনি স্মৃতি মন্ধানা ও পলাশ মুচ্ছলের। বিয়ে ভাঙার ঘটনার পর দীর্ঘদিন প্রকাশ্য আড্ডা, শো কিংবা কোনও অনুষ্ঠানে দেখা যায়নি স্মৃতিকে। অন্যদিকে সম্পর্ক ভাঙা নিয়ে নানা প্রশ্ন ও জল্পনার মুখে পড়তে হয়েছিল পলাশের পরিবারকেও। তবে সময়ের সঙ্গে অনেক জল গড়িয়েছে গঙ্গা দিয়ে। অতীতের অধ্যায় পিছনে ফেলে এবার পেশাজীবনে নতুনভাবে ফেরার পথে পলাশ মুচ্ছল।

এবার আর সঙ্গীতশিল্পী হিসেবে নয়, একেবারে ভিন্ন ভূমিকায় আত্মপ্রকাশ করতে চলেছেন তিনি। জানা যাচ্ছে, পরিচালক হিসেবে নতুন যাত্রা শুরু করছেন পলাশ। এই খবর সোশাল মিডিয়ায় প্রকাশ করেছেন বাণিজ্য বিশ্লেষক তরণ আদর্শ। এক্স হ্যান্ডেলে তিনি জানান, একটি নতুন ছবি পরিচালনার মাধ্যমে স্বাভাবিক ছন্দে কাজে ফিরছেন পলাশ। যদিও ছবির নাম এখনও চূড়ান্ত হয়নি। শোনা যাচ্ছে, এই ছবিতে গুরুত্বপূর্ণ চরিত্রে দেখা যেতে পারে অভিনেতা শ্রেয়াস তালপাড়েকে। ছবির বিষয়বস্তু নিয়ে এখনও মুখ খোলেননি নতুন পরিচালক। তবে ইন্ডাস্ট্রি সূত্রে খবর, খুব শিগগিরই শুরু হতে চলেছে ছবির শুটিং। মুম্বইয়ের বিভিন্ন লোকেশনে হবে শুটিংয়ের কাজ।


উল্লেখ্য, গত বছরের নভেম্বরে স্মৃতি ও পলাশের বিয়ে ঘিরে সোশাল মিডিয়া থেকে শুরু করে সর্বত্র আলাদা উন্মাদনা তৈরি হয়েছিল। তাঁদের ‘পারফেক্ট’ বিয়ের সাক্ষী থাকতে মুখিয়ে ছিল অনুরাগীরা। কিন্তু বিয়ের ঠিক আগমুহূর্তে আচমকা অসুস্থ হয়ে পড়েন স্মৃতির বাবা। পরে পলাশও হাসপাতালে ভর্তি হন। সেই সময়েই সামনে আসে প্রতারণা সংক্রান্ত নানা অভিযোগ। যদিও এই বিষয়ে প্রকাশ্যে মুখ খোলেননি দু’জনের কেউই। শেষ পর্যন্ত স্মৃতি নিজেই সোশাল মিডিয়ায় বিয়ে বাতিল হওয়ার কথা জানান। 

এবার সেই সমস্ত ব্যক্তিগত অধ্যায়কে অতীতে রেখে, এক নতুন পরিচয়ে ইন্ডাস্ট্রিতে ফিরছেন পলাশ মুচ্ছল। পরিচালকের আসনে তাঁর এই নতুন ইনিংস নিয়ে ইতিমধ্যেই কৌতূহল তুঙ্গে।

You might also like!