
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বয়স যে কেবলই একটা সংখ্যা, তা আরও একবার প্রমাণ করে দিলেন সোনম কাপুর। গত বছর থেকেই বলি-পাড়ায় গুঞ্জন ছিল তাঁর দ্বিতীয়বার মা হওয়ার খবর নিয়ে। অবশেষে সেই জল্পনার অবসান ঘটিয়ে সোনম নিজেই দিয়েছিলেন সুখবর। বর্তমানে তিনি মাতৃত্বের দ্বিতীয় ইনিংস চেটেপুটে উপভোগ করছেন, আর সেই জার্নির ঝলকই ধরা পড়ল তাঁর লেটেস্ট ফটোশুটে।
আর সেখানেই দেখা যাচ্ছে কালো পোশাকে সেজেছেন সোনম। তবে চিরাচরিত ম্যাক্সি ড্রেস নয় বরং তার বদলে ‘অল ব্ল্যাক’ বডি ফিটেড পোশাকেই নজর কাড়লেন আনন্দঘরনি। নিজের উন্মুক্ত স্ফীতোদর সেই পোস্টের মাধ্যমেই সকলের সামনে তুলে ধরলেন সোনম। অন্তঃসত্ত্বা অবস্থায় সোনমের এহেন লুক দেখে সকলেই বেশ প্রশংসা করেছেন। বোন রিয়া কাপুর ও সানায়া কাপুরের স্টাইলিংয়েই সেজেছিলেন সোনম। কালো ক্রপ টপ, কালো ট্রেঞ্চ কোট ও কালো পেনসিল-ফিট ম্যাক্সি স্কার্টে হবু মা সোনম বরাবরের মতোই সেই ফ্যাশনিস্তা লুকে ধরা দিলেন। কোমরে পরেছেন একটি চেন। উন্মুক্ত স্ফীতোদরের সঙ্গে যা কয়েকগুণ নজর কেড়েছে। সঙ্গে পারফেক্ট মেকআপ, মিনিমাল গয়না ও খোলা চুলে সোনম যেন অপরূপা। পোস্টের ক্যাপশনে লিখেছেন, ‘মাম্মাস ডে আউট।’