Country

1 hour ago

Lok Sabha: এআই-সহ আধুনিক প্রযুক্তিতে সুসজ্জিত হবে সংসদ,হাজিরার ক্ষেত্রে চালু হচ্ছে নয়া নিয়ম

Lok Sabha Speaker Om Birla
Lok Sabha Speaker Om Birla

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  আদ্যিকালের রীতি বদলাতে চলেছে দেশের সংসদ। বাজেট অধিবেশন থেকে সংসদে হাজিরা ডিজিটাল পদ্ধতিতে নথিভুক্ত হবে, যা বর্তমান সময়ের সঙ্গে তাল মিলিয়ে আধুনিকায়নের বড় পদক্ষেপ। নতুন নিয়মে সাংসদরা সংসদে প্রবেশ করে নিজের আসনে বসার পরই উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন। এর আগে সংসদের বাইরে হাজিরার রেজিস্টার থাকত। সেখানে সই করেই সাংসদরা চলে যেতেন, অনেক সময় সংসদে আসতেন পরবর্তীতে। এই রীতি এখন বন্ধ হচ্ছে। সংসদে উপস্থিত না হলে হাজিরা স্বয়ংক্রিয়ভাবে নথিভুক্ত হবে না।

লোকসভার স্পিকার ওম বিড়লা সম্প্রতি সংবাদমাধ্যমের মুখোমুখি হয়ে এই বিষয়ে জানান, সংসদে সাংসদ হাজিরার বিষয়ে নয়া নিয়ম লাগু হতে চলেছে আসন্ন বাজেট অধিবেশন। নয়া নিয়মে সাংসদ সংসদে পৌঁছনোর পরই নিজের উপস্থিতি নথিভুক্ত করতে পারবেন। এতদিন পর্যন্ত সংসদের বাইরে হাজিরার রেজিস্টার খাতা থাকত। সেখানেই সই করতেন সাংসদরা। বহু ক্ষেত্রেই দেখা যেত সাংসদরা সেখানে সই করে চলে যেতেন, সংসদে প্রবেশ করতেন না। পড়ে সংসদ বন্ধ হওয়ার সময় আসতেন। অতীতের সেই নিয়ম এখন বদলে যাবে। সংসদে উপস্থিত থাকতেই হবে সাংসদদের।

নতুন ডিজিটাল প্রক্রিয়ার ফলে, দেরি করলে সাংসদদের দৈনিক ভাতা ও বেতনে কোপ পড়বে। শুধু হাজিরা নয়, সংসদে বক্তৃতার অনুবাদও কৃত্রিম বুদ্ধিমত্তা (AI) ব্যবহার করে আরও নির্ভুল করা হচ্ছে। পরীক্ষামূলকভাবে অনুবাদ প্রক্রিয়া ইতিমধ্যেই শুরু হয়েছে, যার ফলে বক্তৃতা অনুবাদ এখন ৮০ শতাংশ নির্ভুল। প্রযুক্তি সংস্থাগুলোর সাহায্যে ১০০ শতাংশ নির্ভুল করার চেষ্টা চলছে। এআই ব্যবহার করে কার্যবিবরণীও দ্রুত আপলোড করা সম্ভব হবে, যেখানে আগের চার ঘন্টার কাজ আধ ঘন্টার মধ্যে সম্পন্ন হবে। স্পিকার বিড়লা বলেন, “আমরা চাই আধুনিক প্রযুক্তিকে সঙ্গী করে সংসদ পরিচালনা নিখুঁত ও নির্ভুল হোক। ধাপে ধাপে সেই পথে এগোচ্ছি।” এই পদক্ষেপে সংসদের কার্যক্রম আরও স্বচ্ছ, দক্ষ ও আধুনিক হবে, যা আধুনিক ভারতের সংসদীয় সংস্কৃতির সঙ্গে মানানসই, এমনটাই মনে করছে সংশ্লিষ্ট মহল। 

You might also like!