Travel

1 hour ago

Mindful Travel: অফিসের ডেডলাইন আর একঘেয়েমি জীবনে বিধ্বস্ত? ঘুরে আসুন দেশের এই দূষণমুক্ত স্বর্গে

Treehouse Resort of Rajasthan
Treehouse Resort of Rajasthan

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিনরাতের একটানা দৌড়ঝাঁপ, অফিসের বিরামহীন চাপ, সংসারের দায়িত্ব—সব মিলিয়ে নিজের জন্য সময় বের করা আজ বড়ই কঠিন। ধীরে ধীরে সেই ক্লান্তিই রূপ নেয় অবসাদে। মন চায় সবকিছু থেকে একটু দূরে, নিরিবিলিতে, দূষণমুক্ত কোনও জায়গায় গিয়ে দু’দণ্ড শান্তি খুঁজে নিতে। যদি আপনারও এমনই মনে হয়, তবে রইল দেশের কয়েকটি দূষণমুক্ত ভ্রমণ গন্তব্যের খোঁজ, যেখানে প্রকৃতির কোলে ফিরে পাওয়া যায় মানসিক স্বস্তি।

* কর্ণাটকের গোকর্ণের শ্বাশ্বারা: চতুর্দিকে সবুজ। আশেপাশে সম্পূর্ণ জৈবিক পদ্ধতিতে চাষ হচ্ছে ফসল। তার মাঝে ছোট্ট কটেজ। মুক্ত বাতাসে শ্বাস নিতে চাই এই ঠিকানাই হতে পারে আপনার গন্তব্য। ছুটি কাটানোর ফাঁকে এই কটেজে শরীরচর্চারও সম্পূর্ণ ব্যবস্থাপনা রয়েছে।

* কেরলের বানাসুরা হিল রিসর্ট: এশিয়ার বৃহত্তম মাটির রিসর্ট এটি। এখানকারা মাড হাউসে কাটিয়ে আসতে পারেন কটাদিন। ঝরনা, মশলার বাগান আর সুন্দর কটেজ আপনার মন ভোলাতে বাধ্য।

* কর্ণাটকের দ্য তামারা কুর্গ: পাহাড়ে ঘেরা ছোট্ট রিসর্ট। যার আশেপাশে তাকালেই দেখা যায় কফি বাগান। রয়েছে বর্জ্য পরিশোধন এবং বৃষ্টির জল সংরক্ষণের বন্দোবস্ত। অল্প কয়েকদিনের ছুটি কাটানোর জন্য এই রিসর্টও বেশ ভালো।

* পুদুচেরির দুন ইকো ভিলেজ ও স্পা: প্রায় ৩৫ একর জমির উপর তৈরি এই রিসর্ট আপনাকে ভুলিয়ে দেবে নিত্যদিনের ব্যবস্থা। একদিকে জৈবিক উপায়ে ফলানো সবজি আর অন্যদিকে সৌরশক্তিকে কাজে লাগিয়ে তৈরি বিদ্যুৎ। দুইয়ের যোগ্য সঙ্গতে এখানে দিব্যি চলছে দিনযাপন। তাই আর দেরি কীসের ব্যাগ গুছিয়ে বেরিয়ে পড়তে ক্ষতি কোথায়?

* কেরলের স্পাইস ভিলেজ: কেরলের মশলা জগৎ বিখ্যাত। আপনি একেবারে বাগান থেকে আনা মশলা চেখে দেখতে চান? তবে আপনি পাড়ি জমাতেই পারেন কেরলের স্পাইস ভিলেজ। ‘ঈশ্বরের আপন দেশ’ যে আপনাকে দু’দণ্ড শান্তি দিতে বাধ্য, সে বিষয়ে কোনও সন্দেহ নেই।

* রাজস্থানের ট্রি হাউস রিসর্ট: রাজস্থান যাওয়ার পরিকল্পনা? কয়েকদিনের ছুটি কাটাতে ট্রি হাউস রিসর্ট মন্দ নয়। তাই আপনিও ঘুরে আসতেই পারেন এই পরিবেশবান্ধব রিসর্ট থেকে।

* কেরলের ওয়ানড়ের ভাইথিরি রিসর্ট:  কটাদিন কাটিয়ে আসতে পারেন। এখানের সৌন্দর্য আপনাকে অবাক করবেই। পাখির কাকলি আর মুক্ত বাতাস আপনার ক্লান্তি ভুলিয়ে দেবে।

ব্যস্ত জীবনে মাঝেমধ্যে নিজেকে নতুন করে খুঁজে পাওয়াও জরুরি। দূষণমুক্ত এই গন্তব্যগুলিতে কয়েকটা দিন কাটালে শরীরের পাশাপাশি মনও ফিরে পাবে তার হারানো প্রশান্তি। তাই দেরি না করে ল্যাগেজ গুছিয়ে বেরিয়ে পড়ুন আজই আর অনন্য প্রকৃতির স্বাদ উপভোগ করুন।

You might also like!