দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: গত কয়েকদিন ধরেই সঙ্গীতশিল্পী ও ইনফ্লুয়েন্সার দেবলীনা নন্দী সোশ্যাল মিডিয়ার চর্চার কেন্দ্রবিন্দুতে রয়েছেন। আত্মহত্যার চেষ্টা করার পর থেকেই তাঁর ব্যক্তিগত জীবন নিয়ে নেটদুনিয়ায় নানা জল্পনা ও কটাক্ষের ঝড় বয়ে গেছে। হাসপাতাল থেকে ফিরে বুধবার সকালে ফেসবুক লাইভে এসে দেবলীনা নিজের ভুল স্বীকার করেন এবং ঘটনার বিস্তারিত বর্ণনা দেন।
দেবলীনা এদিন জানান, কেন তিনি ঘুমের ওষুধ খাওয়ার পর বন্ধু সায়ক চক্রবর্তীকেই ফোন করেছিলেন। তিনি বলেন, “আমার সঙ্গে মা ছিলেন, চাইলে মাকেই বলতে পারতাম। তবে সেই পরিস্থিতিতে আমি বলতে চাইনি। আমি জানতাম আমার মতো সায়কও রাত ৩ টে পর্যন্ত জাগে। তাই ওকে মেসেজ করি।” এর পাশাপাশি দেবলীনা নিজের দিদি শর্মিষ্ঠার সম্পর্কও পরিষ্কার করেন। অনেকে প্রশ্ন করেছিলেন, হঠাৎ এই দিদি কোথা থেকে এল। দেবলীনা জানালেন, শর্মিষ্ঠা মূলত বাবার প্রথম স্ত্রীর সন্তান। সম্পর্ক অত্যন্ত মধুর হলেও কিছুদিন দূরত্ব তৈরি হয়েছিল। তবে সেই দূরত্ব পুনরায় আবার মিটে গেছে।
সম্প্রতি দুই যুবক দাবি করেছিলেন, তারা দেবলীনার কাছে দেড়বছর ধরে বকেয়া টাকা পাচ্ছেন না। দেবলীনা জানালেন, প্রকৃতপক্ষে তারা কোলাব ভিডিও প্রজেক্টে অংশ নিয়েছিলেন। তবে বহু উপহার দিয়েছেন তিনি। শেষে দুটি ভিডিওর জন্য টাকা দেওয়ার কথা হয়। কিন্তু সেই প্রজেক্ট শেষ হয়নি। তাই টাকার বিষয় নেই। এখানেই গায়িকার প্রশ্ন, যদি ওদের টাকার দাবি থাকত, ওরা মেসেজ করল না কেন? ফোন করল না কেন? কিন্তু তারপর আর কেউ যোগাযোগ করেনি। তবে বিতর্কের মাঝে ওই ২ যুবককে মোট ৫৩ হাজার টাকা পরিশোধ করেছেন। সবশেষে দেবলীনা জানালেন, এবার নিজেকে ভালোবাসবেন এবং আবার স্বাভাবিক জীবনে ফিরবেন। ১৫ তারিখের পর মঞ্চে তিনি পুরনো রূপে দর্শকের সামনে উপস্থিত হবেন।
