
নয়াদিল্লি, ২৪ জানুয়ারি : বৃষ্টির সৌজন্যে দূষণ থেকে কিছুটা স্বস্তি পেল রাজধানী দিল্লি। শনিবার সকালে দিল্লির আবহাওয়া অনেকটাই ভালো ছিল। নতুন করে বৃষ্টিপাত হওয়ায় ময়ূর বিহার এলাকায় বাতাসের গুণগতমানের কিছুটা উন্নত হয়েছে। দিল্লির পাশাপাশি ঘন কুয়াশার দাপট কমেছে উত্তর প্রদেশে। কুয়াশা কমে যাওয়ায় এদিন সকালে তাজমহলকে এক প্রতীকী দৃশ্যের মতো দেখায়। মাত্র ২-৩ দিন আগেও, তাজমহল ঘন কুয়াশার একটি ঘন স্তরে ঢাকা ছিল, যার ফলে এটি অদৃশ্য হয়ে যাচ্ছিল। আবার হিমাচল প্রদেশে নতুন করে তুষারপাত হয়েছে। শিমলা, মানালি-সহ রাজ্যের বিভিন্ন অংশ বরফের চাদরে ঢাকা পড়েছে।
জম্মু ও কাশ্মীরের পাহাড়ে তুষারপাত হয়েই চলেছে। নতুন করে তুষারপাতের সঙ্গে সঙ্গে রামবানের পাহাড় বরফের চাদরে ঢাকা পড়েছে। রাজৌরি জেলার উঁচু পাহাড়ি অঞ্চলের পীর পাঞ্জাল এলাকায় ভারী তুষারপাত হয়েছে। ভারী তুষারপাতের কারণে বেশ কয়েকটি রাস্তা বন্ধ রয়েছে। জম্মু ও কাশ্মীরের ডোডার ভালেসা এলাকাতেও তুষারপাত হয়েছে। ভারী তুষারপাতের কারণে জাতীয় সড়ক-৪৪ বরাবর যানবাহন চলাচল বন্ধ রয়েছে।
