Country

3 hours ago

Basant Panchami 2026: বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে শুভেচ্ছা প্রধানমন্ত্রী ও কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রীর

PM Modi, Amit Shah greet nation on Basant Panchami 2026
PM Modi, Amit Shah greet nation on Basant Panchami 2026

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : বসন্ত পঞ্চমী উপলক্ষ্যে শুভেচ্ছা জানালেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শুক্রবার এক্স মাধ্যমে প্রধানমন্ত্রী মোদী জানান, "প্রকৃতির সৌন্দর্য ও দেবত্বের প্রতি নিবেদিত পবিত্র উৎসব বসন্ত পঞ্চমীর অনেক অনেক শুভেচ্ছা। দেবী সরস্বতীর আশীর্বাদ সকলের ওপর বর্ষিত হোক। দেবী সরস্বতীর কৃপায় সকলের জীবন চিরকাল জ্ঞান, প্রজ্ঞা এবং বুদ্ধিমত্তায় আলোকিত হোক, এটাই আমার কামনা।" কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ এক্স মাধ্যমে বসন্ত পঞ্চমিত্র শুভেচ্ছা বার্তায় জানান, "বসন্ত পঞ্চমী-র শুভ মুহূর্তে সমস্ত দেশবাসীকে আন্তরিক শুভেচ্ছা। দেবী সরস্বতী সকলের জীবনে ইতিবাচক চেতনা সঞ্চার করুন।"

You might also like!