
দুবাই, ২৩ জানুয়ারি : আফগানিস্তানের কাছে প্রথম দুই ম্যাচ হেরে আগেই টি-টোয়েন্টি সিরিজ হারিয়েছে ওয়েস্ট ইন্ডিজ। ফলে তিন ম্যাচের সিরিজ আফগানিস্তান জিতে নিলো ২-১এ। হোয়াইটওয়াশ ম্যাচে আফগানিস্তাকে হারিয়ে সান্ত্বনার জয় পেল ওয়েস্ট ইন্ডিজ। আফগানদের বিপক্ষে জয়ের ম্যাচে হ্যাটট্রিক করেছেন ওয়েস্ট ইন্ডিজের পেসার শামার স্প্রিংগার। দুবাইয়ে টস হেরে প্রথমে ব্যাটিংয়ে নেমে ওয়েস্ট ইন্ডিজ অধিনায়ক ব্র্যান্ডন কিংয়ের ৪৭ এবং ম্যাথু ফোর্ডের ২৭ রানের উপর ভর করে ৭ উইকেটে ১৫১ রান করে ওয়েস্ট ইন্ডিজ। আফগানিস্তানের হয়ে দুটি করে উইকেট পেয়েছেন জিয়াউর রহমান, রশিদ খান এবং আবদুল্লাহ আহমেদজাই। এরপর ব্যাটিংয়ে নেবে আফগানিস্তান ২০ ওভার খেলে ৮ উইকেট হারিয়ে করে ১৩৬ রান। এর ফলে ওয়েস্ট ইন্ডিজ জয় পেল ১৫ রানে, কিন্তু সিরিজ হারলো ২-১ ব্যবধানে। ৪ ওভারে ২০ রান দিয়ে ৪ উইকেট নেন স্প্রিংগার। যার ফলে ম্যাচসেরার পুরস্কারও ওঠে তার হাতে।
