Breaking News
 
Nitin Nabin: ‘উনিই বস, আমি কর্মী’, – নীতীনের প্রতি ভরসা রেখে ইতিবাচক মূল্যায়ন মোদির SIR in West Bengal: কমিশনের পরাজয় ‘সুপ্রিম’ আদালতে! লজিক্যাল অসংগতির তালিকা প্রকাশের নির্দেশ, অভিষেকের কটাক্ষ Supreme Court on SIR: এসআইআর মামলায় তৃণমূলের বড় জয়, সুপ্রিম কোর্টের নির্দেশে অ্যাডমিট কার্ড গ্রহণযোগ্য Supreme Court: বিডিও-র জালে এবার আইন! স্বর্ণকার খুনের ঘটনায় মিলল না আগাম জামিন, আত্মসমর্পণের কড়া নির্দেশ সুপ্রিম কোর্টের SSC: এসএসসিতে বয়সের ছাড়ে স্থগিতাদেশ সুপ্রিম কোর্টের; বিপাকে হাজার হাজার চাকরিপ্রার্থী Prime Minister Narendra Modi :সিঙ্গুরে মোদী-ম্যাজিক কি ফিকে? শিল্পের দিশা না পেয়ে মাঝপথেই সভা ছাড়লেন সমর্থকরা—অস্বস্তির মুখে রাজ্য বিজেপি নেতৃত্ব

 

Game

2 hours ago

AFG vs WI, 1st T20I: প্রথম টি-টোয়েন্টি সিরিজে অনায়াসে জয় পেল আফগানিস্তান

AFG vs WI, 1st T20I
AFG vs WI, 1st T20I

 

কাবুল, ২০ জানুয়ারি : তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথমটিতে সোমবার ওয়েস্ট ইন্ডিজকে উড়িয়ে দিয়েছে আফগানিস্তান। ব্যাটে-বলে দাপট দেখিয়ে আফগানরা সিরিজে ১-০ তে এগিয়ে গেল। ম্যাচে আগে ব্যাট করে ইব্রাহিম জাদরান ও দারবিশ রসুলীর জোড়া ফিফটিতে ৩ উইকেটে ১৮১ রানের পুঁজি পায় আফগানিস্তান। জাদরান খেলেন ৫৬ বলে ৮৭ রানের ইনিংস। এছাড়া দুর্দান্ত এক ইনিংস খেলেছেন রসুলীও। তিনি ৫৯ বলে ৮৪ রান করেছেন।

১৮২ রানের লক্ষ্যে নেমে ২০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ১৪৩ রান করে ওয়েস্ট ইন্ডিজ। তাতে ৩৮ রানে জয় পায় আফগানিস্তান। ওয়েস্ট ইন্ডিজের হয়ে জনসন চার্লস ২৭,কোয়েন্টিন স্যাম্পসন (৩০), ম্যাথু ফোর্ড(২৫) ও মোতি ২৮ রান করেন। রশিদ খান ৪ ওভারে মাত্র ১৯ রান দিয়ে নেন ২ উইকেট, মুজিব নেন ২টি, আর জিয়াউর রহমান ৩ উইকেট শিকার করে ক্যারিবীয়দের ইনিংস ভেঙে দেন।

You might also like!