
মুম্বই, ২৩ জানুয়ারি : শুক্রবার রঞ্জি ট্রফির ম্যাচে হায়দরাবাদের বিপক্ষে ২০৬ বলে ডাবল সেঞ্চুরি হাঁকিয়ে মুম্বইয়ের ব্যাটসম্যান সরফরাজ খান তার কেরিয়ারের পঞ্চম প্রথম-শ্রেণীর ডাবল সেঞ্চুরিটি রেকর্ড করেন। ইনিংসের শুরুতে, সরফরাজ তার ১৭তম প্রথম-শ্রেণীর সেঞ্চুরি এবং ২০২৫-২৬ মরসুমে তার প্রথম সেঞ্চুরিটি তুলে নিয়েছিলেন। সরফরাজ সম্প্রতি দুর্দান্ত ফর্মে আছেন। ২০২৫-২৬ বিজয় হাজারে ট্রফির সপ্তম আসরে তিনি পঞ্জাবের বিপক্ষে ১৫ বলের এক অসাধারণ অর্ধশতক হাঁকিয়েছিলেন, যা লিস্ট এ ক্রিকেটে কোনও ভারতীয়ের দ্রুততম অর্ধশতক। মুম্বইয়ের এই ব্যাটসম্যান তার দলের সর্বোচ্চ রান সংগ্রাহক হিসেবে টুর্নামেন্ট শেষ করেন, ছয় ইনিংসে ৭৫.৭৫ গড়ে এবং ১৯০.৫৬ স্ট্রাইক রেটে ৩০৩ রান সংগ্রহ করেন।
