Country

3 hours ago

On Parakram Diwas: প্রতিটি তরুণের উচিত নেতাজির জীবন ও তাঁর সাহসিকতার গল্পগুলি পড়া, অমিত শাহ

Amit Shah pays tribute to Netaji on Parakram Diwas
Amit Shah pays tribute to Netaji on Parakram Diwas

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুকে তাঁর জন্মবার্ষিকীতে শ্রদ্ধা নিবেদন করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। শুক্রবার সকালে এক্স মাধ্যমে কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ জানান, "নেতাজি সুভাষ চন্দ্র বসু হলেন ভারতীয় স্বাধীনতা আন্দোলনের একজন এমন ব্যক্তিত্ব, যাঁর স্মৃতি কেবলমাত্র দেশপ্রেমের ঢেউ জাগিয়ে তোলে। তিনি যুবসমাজকে সংগঠিত করেছিলেন, আজাদ হিন্দ ফৌজের মাধ্যমে প্রথম সামরিক অভিযান শুরু করেছিলেন এবং ১৯৪৩ সালে আন্দামান ও নিকোবর দ্বীপপুঞ্জে তেরঙ্গা পতাকা উত্তোলন করে ভারতকে স্বাধীন ঘোষণা করেছিলেন। প্রতিটি তরুণের উচিত নেতাজির জীবন এবং তাঁর সাহসিকতার গল্পগুলি পড়া এবং দেশ রক্ষার জন্য তাদের সংকল্পকে শক্তিশালী করা। নেতাজির জন্মবার্ষিকীতে, যিনি স্বাধীনতার জন্য তাঁর সমগ্র জীবন উৎসর্গ করেছিলেন, আমি তাঁর প্রতি আন্তরিক শ্রদ্ধা ও প্রণাম জানাই।"

অমিত শাহ এক্স মাধ্যমে আরও জানান, "আজ সমগ্র দেশবাসী ভারত মাতার মহান সন্তান নেতাজি সুভাষচন্দ্র বসুর স্মরণে ‘পরাক্রম দিবস’ পালন করছে। নেতাজির মতো মহাপুরুষ খুব কমই জন্মগ্রহণ করেন। দেশকে স্বাধীন করার অদম্য সংকল্পে তিনি জার্মানি থেকে রাশিয়া ও জাপান পর্যন্ত হাজার হাজার কিলোমিটার পথ অতিক্রম করেছিলেন। এই দীর্ঘ ও দুঃসাহসিক যাত্রা তাঁর অটল দেশপ্রেম ও স্বাধীনতার প্রতি অপরিসীম আকাঙ্ক্ষারই প্রতিফলন। সুভাষচন্দ্র বসুর ত্যাগভরা জীবন ও মহান ব্যক্তিত্ব আমাদের দেশ ও তাঁর সম্মান রক্ষার জন্য লড়াই করতে, সর্বস্ব উৎসর্গ করতে চিরকাল প্রেরণা দিয়ে যাবে।"

You might also like!