Country

3 hours ago

Snowfall In Kashmir: ভূস্বর্গে তুষারপাত, শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়ল হিমাচল

Heavy snowfall In  Jammu & Kashmir
Heavy snowfall In Jammu & Kashmir

 

শ্রীনগর ও শিমলা, ২৩ জানুয়ারি : পশ্চিমি ঝঞ্ঝার প্রভাবে জম্মু ও কাশ্মীরে শুক্রবার ব্যাপক তুষারপাত হয়েছে। বারামুল্লার সোপোর ও সংলগ্ন এলাকা পুরু বরফে ঢেকে গিয়েছে। আবহাওয়া দফতর জানিয়েছে, পাহাড়ি এলাকায় মাঝে মাঝেই তুষাপরপাতের সম্ভাবনা রয়েছে। শৈত্যপ্রবাহের পরিস্থিতি বজায় থাকবে। জম্মু ও কাশ্মীরের পাশাপাশি শুক্রবার ভারী তুষারপাত হয়েছে হিমাচল প্রদেশেও। শ্বেতশুভ্র বরফের চাদরে ঢাকা পড়েছে হিমাচল।

শুক্রবার সকাল সকাল বরফের সাদা চাদরে ঢেকে যায় কাশ্মীর। গুলমার্গের স্কি-রিসর্ট-সহ বেশ কয়েকটি জায়গায় নতুন করে তুষারপাত হয়েছে। শ্রীনগর-সহ সমতলে হাওয়া বইছে তীব্র গতিতে। তুষারপাতের কারণে শ্রীনগর বিমানবন্দরে উড়ান পরিষেবা ব্যাহত হয়েছে। বিমানবন্দর জানিয়েছে, বিমান চলাচল স্বাভাবিক হতে প্রত্যাশার চেয়ে বেশি সময় লাগতে পারে। ব্যাহত হয়েছে ট্রেন চলাচলও। তুষারপাতের কারণে শ্রীনগর থেকে জম্মু যাওয়ার মূল সড়কপথ বন্ধ। শুধু কাশ্মীর নয়, হিমাচল প্রদেশের শিমলা, মানালিতেও নতুন করে তুষারপাত দেখা গিয়েছে।

You might also like!