Country

3 hours ago

On Netaji’s Birth Anniversary: নেতাজি সুভাষ ছিলেন অটল দেশপ্রেমের মূর্ত প্রতীক, প্রধানমন্ত্রী

Prime Minister Narendra Modi
Prime Minister Narendra Modi

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে বীর স্বাধীনতা সংগ্রামীকে শ্রদ্ধার সঙ্গে স্মরণ করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। প্রধানমন্ত্রী মোদী জানান, নেতাজির নির্ভীক নেতৃত্ব একটি শক্তিশালী দেশ গঠনে সকলকে অনুপ্রাণিত করে চলেছে। দিনটি পরাক্রম দিবস হিসেবে পালিত হচ্ছে। প্রধানমন্ত্রী মোদী শুক্রবার সকালে এক্স মাধ্যমে জানান, পরাক্রম দিবস হিসেবে পালিত, নেতাজি সুভাষচন্দ্র বসুর জন্মবার্ষিকীতে, আমরা তাঁর অদম্য সাহস, দৃঢ় সংকল্প এবং দেশের প্রতি অতুলনীয় অবদানকে স্মরণ করছি। তিনি ছিলেন নির্ভীক নেতৃত্ব ও অটল দেশপ্রেমের মূর্ত প্রতীক । তাঁর আদর্শ আজও প্রজন্মের পর প্রজন্মকে শক্তিশালী ভারত গড়তে অনুপ্রাণিত করে।

You might also like!