Country

3 hours ago

Delhi weather: আচমকাই আবহাওয়ার পরিবর্তন, স্বস্তির বৃষ্টিতে ভিজল দিল্লি

Non-Stop Rain in Delhi, Chill Intensifies
Non-Stop Rain in Delhi, Chill Intensifies

 

নয়াদিল্লি, ২৩ জানুয়ারি : আচমকাই আবহাওয়া বদলে গেল রাজধানী দিল্লিতে। শুক্রবার সকালে স্বস্তির বৃষ্টিতে ভিজেছে রাজধানী দিল্লি।কোথাও হালকা, কোথাও আবার বৃষ্টির পরিমাণ বেশি ছিল। বজ্রবিদ্যুৎ-সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিও হয়েছে। সেই সঙ্গে দমকা হাওয়া বইতে থাকে। শুধু দিল্লি নয়, তার পার্শ্ববর্তী অঞ্চলেও একই ছবি।

ভারতীয় আবহাওয়া দফতর দিল্লির জন্য ‘কমলা’ সতর্কতা জারি করেছে। ভোর ৫টার বুলেটিনে জানানো হয়, দিল্লির বেশ কয়েকটি জায়গায় বিক্ষিপ্ত ভাবে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টির সম্ভাবনা আছে। সেই পূর্বাভাস সত্যিই করে সকাল থেকেই রাজধানীতে বিক্ষিপ্ত বৃষ্টিপাত শুরু হয়। বৃষ্টির সৌজন্যে দূষণ থেকে স্বস্তি পেয়েছে জাতীয় রাজধানী। দিল্লি-এনসিআর এবং পঞ্জাব ও হরিয়ানার সংলগ্ন একাধিক এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে বলে ‘অরেঞ্জ অ্যালার্ট’ জারি করেছে আবহাওয়া দফতর।

You might also like!