
নয়াদিল্লি, ১৪ জানুয়ারি : দিল্লিতে পোঙ্গল উৎসবে যোগ দিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এই উৎসবে যোগ দিলেন তামিল সংস্কৃতির জয়গান করলেন প্রধানমন্ত্রী মোদী। বুধবার সকালে দিল্লিতে কেন্দ্রীয় মন্ত্রী এল মুরুগানের বাসভবনে পোঙ্গল উৎসবে যোগ দেন প্রধানমন্ত্রী।
তিনি বলেন, "পোঙ্গল এখন বিশ্বব্যাপী উৎসবে পরিণত হয়েছে। তামিল সমাজ ও বিশ্বজুড়ে তামিল সংস্কৃতিকে ভালোবাসে এমন মানুষরা এই উৎসব উৎসাহের সঙ্গে উদযাপন করে। আমিও তাঁদের মধ্যে একজন। আপনাদের সকলের সঙ্গে এই বিশেষ উৎসবটি উদযাপন করা আমার জন্য সৌভাগ্যের। পোঙ্গল আমাদের দৈনন্দিন জীবনের একটি আনন্দদায়ক অভিজ্ঞতা। খাদ্যদাতা, পৃথিবী এবং সূর্যের কঠোর পরিশ্রমের প্রতি কৃতজ্ঞতার অনুভূতি রয়েছে।"
প্রধানমন্ত্রী আরও বলেন, "এই উৎসব (পোঙ্গল) প্রকৃতি, পরিবার এবং সমাজের মধ্যে ভারসাম্য তৈরির পথ দেখায়। এই সময়ে, দেশের বিভিন্ন স্থানে লোহরি, মকর সংক্রান্তি, মাঘ বিহু এবং অন্যান্য উৎসবের জন্য উৎসাহ রয়েছে। ভারত এবং বিশ্বজুড়ে বসবাসকারী সমস্ত তামিল ভাই-বোনদের আমি পোঙ্গল এবং সমস্ত উৎসবের শুভেচ্ছা জানাই।"
Pongal celebrates the vibrant Tamil culture and our bond with nature. May the festival bring prosperity and happiness to everyone’s life. Addressing a programme in Delhi.
— Narendra Modi (@narendramodi) January 14, 2026
https://t.co/NwwT3DHnp1
