
কাকদ্বীপ, ৯ জানুয়ারি : গঙ্গাসাগর মেলার শুরুতেই বিপত্তি! শুক্রবার ভোররাতে মেলার ২ নম্বর স্নানঘাট এলাকায় মেলার জন্য তৈরি একাধিক অস্থায়ী ছাউনিতে আগুন লাগে। আগুনে ক্ষতিগ্রস্ত হয়েছে পুলিশ, তথ্য ও সংস্কৃতি দফতর, সংবাদমাধ্যম এবং বজরং পরিষদের একাধিক অস্থায়ী শিবির। আগুন দেখতে পেয়ে প্রথমে স্থানীয় মানুষজনই নেভানোর কাজে হাত লাগান। তবে অস্থায়ী ছাউনিগুলি সহজ দাহ্য হওয়ায় আগুন দ্রুত নিয়ন্ত্রণের বাইরে চলে যায়। খবর পেয়ে দমকলের দু'টি ইঞ্জিন ও পাঁচটি ফায়ার ফাইটিং বাইক ঘটনাস্থলে পৌঁছে দীর্ঘ চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। অগ্নিকাণ্ডের জেরে চাঞ্চল্য ছড়ায়। ঘটনাস্থলে পৌঁছন সাগরের বিডিও কানাইয়াকুমার রায়-সহ প্রশাসনের পদস্থ আধিকারিকরা। উল্লেখ্য, বৃহস্পতিবারই আনুষ্ঠানিকভাবে সাগরমেলার উদ্বোধন হয়েছে। আর শুক্রবার অগ্নিকাণ্ডের ঘটনা ঘটল।
