Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

16 hours ago

Raj Kundra: ৬০ কোটির মামলার মাঝেই বিটকয়েন কেলেঙ্কারি, ইডির তলব রাজ কুন্দ্রাকে

Shilpa Shetty’s Husband Raj Kundra Summoned By ED
Shilpa Shetty’s Husband Raj Kundra Summoned By ED

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: আইনি জটিলতা যেন পিছু ছাড়ছে না রাজ কুন্দ্রার। ৬০ কোটির প্রতারণা মামলা এখনও চলমান, তার মধ্যেই এবার নতুন করে বিটকয়েন কেলেঙ্কারিতে নাম জড়াল শিল্পা শেট্টির স্বামীর। সংশ্লিষ্ট ক্রিপ্টো প্রতারণা মামলায় রাজ কুন্দ্রাকে তলব করেছে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট (ইডি)। আগামী ১৯ জানুয়ারি আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে তাঁকে। এর আগেই, ২০২৫ সালের সেপ্টেম্বর মাসে এই মামলায় রাজ কুন্দ্রার বিরুদ্ধে চার্জশিট জমা দেয় ইডি। যদিও শুরুতে নিজেকে কেবল ‘মধ্যস্থতাকারী’ বলে দাবি করেছিলেন তিনি, তদন্তে উঠে আসে ভিন্ন তথ্য। ইডির বিবৃতি অনুযায়ী, বর্তমানে রাজ কুন্দ্রার কাছে ২৮৫টি বিটকয়েন রয়েছে, যার আনুমানিক বাজারমূল্য ১৫০ কোটিরও বেশি। অভিযোগ, এই বিটকয়েন তিনি পেয়েছিলেন গেইন বিটকয়েন পঞ্জি স্ক্যামের মূল অভিযুক্ত ভরদ্বাজ গোষ্ঠীর কাছ থেকে।

এই ক্রিপ্টো কেলেঙ্কারির সূত্রপাত ২০১৭ সালে। অজয়, মহেন্দর ও অমিত ভরদ্বাজ ‘ভেরিয়েবল টেক প্রাইভেট লিমিটেড’ নামে একটি সংস্থার মাধ্যমে গেইন বিটকয়েন প্রকল্প চালু করেন। এর মাধ্যমেই শুরু হয় গেইন বিট কয়েন পঞ্জি স্কিম। বলা হয়, বিটকয়েনে বিনিয়োগ করলেই বিশাল মুনাফা পাবেন বিনিয়োগকারীরা। অনেক বিনিয়োগকারীই এই স্কিমে টাকা ঢেলেছিলেন। কিন্তু লাভ তো দূরঅস্ত, বিপুল অঙ্কের টাকা উবে যায়। দিল্লি এবং মহারাষ্ট্রে কোম্পানির নামে এফআইআর দায়ের করতে শুরু করেন বিনিয়োগকারীরা। এরপরই এই স্ক্যাম সামনে আসে। দন্তকারীরা জানিয়েছেন, ভেরিয়েবেল টেকের কর্তাব্যক্তিরা বিটকয়েন মাইনিংয়ের মাধ্যমে ক্রিপ্টো অ্যাসেটে বিনিয়োগে প্রতি মাসে ১০ শতাংশ হারে রিটার্ন দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে বিনিয়োগকারীদের কাছ থেকে ৬,৬০০ কোটি টাকা হাতিয়ে নিয়েছিলেন। আর এহেন বেআইনি কাজে তাদের সঙ্গী ছিলেন রাজ কুন্দ্রা। কীভাবে? অভিযোগ, কুন্দ্রা ভরদ্বাজের কাছ থেকে এই বিপুল সংখ্যক বিটকয়েন পেয়েছিলেন। মূল পরিকল্পনা ছিল ইউক্রেনে একটি বিটকয়েন খনির প্রকল্প তৈরি করা। কিন্তু সেই উদ্যোগ ব্যর্থ হলেও কুন্দ্রার দখলেই থেকে যায় এই বিটকয়েনগুলো।


তদন্তে জানা যায়, ইউক্রেনে বিটকয়েন মাইনিং ফার্ম গড়ার পরিকল্পনার অংশ হিসেবেই রাজ কুন্দ্রার হাতে এই বিপুল পরিমাণ বিটকয়েন তুলে দেওয়া হয়েছিল। যদিও সেই প্রকল্প বাস্তবায়িত হয়নি, বিটকয়েনগুলি রাজের দখলেই থেকে যায়। ইডির অভিযোগ, তদন্ত চলাকালীনও তিনি ইচ্ছাকৃতভাবে ডিজিটাল ওয়ালেটের তথ্য ও অর্থের উৎস গোপন করেছেন।  এবার সংশ্লিষ্ট মামলাতেই আবারও ডাক পড়ল রাজ কুন্দ্রার। আইপিএলে বাজি কেলেঙ্কারি,পর্ন কনটেন্ট মামলা এবং আর্থিক তছরূপ—একাধিক আইনি বিতর্কে জড়ানো রাজ কুন্দ্রার বিরুদ্ধে এবার বিটকয়েন কেলেঙ্কারির অভিযোগে চাপ আরও বাড়ল। আগামী শুনানির দিকে তাকিয়ে এখন গোটা বলিউড ও আইন মহলের প্রতিনিধিরা। 

You might also like!