
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: মাত্র ১৬ বছর বয়সেই সাফল্যের নতুন ইতিহাস গড়লেন কিশোর অভিনেতা ওয়েন কুপার। ‘অ্যাডোলেসেন্স’ খ্যাত এই তরুণ, গ্লোডেন গ্লোবের মঞ্চে সেরা সহ অভিনেতার পুরস্কার জিতে সকলকে চমকে দিয়েছেন। এর আগে গত বছর তিনি এমি অ্যাওয়ার্ডও জিতে নিয়েছিলেন। একের পর এক জয়ে আপ্লুত কিশোর অভিনেতা।
পুরস্কার গ্রহণের মুহূর্তে গ্লোবের মঞ্চে দাঁড়িয়ে আবেগে যেন গলা বুজে আসছিল তাঁর। পুরস্কার হাতে নিয়ে তিনি বলেন, “গ্লোডেন গ্লোবের মঞ্চে যে দাঁড়িয়ে আছি, তা যেন এখনও বিশ্বাস হচ্ছে না। কী যে অভাবনীয় যাত্রাপথ ছিল আমার এবং আমার পরিবারের তা বোধহয় সঠিকভাবে বর্ণনা করতে পারব না। অনেকে যা আমার এবং আমার পরিবারের জন্য করেছেন তাতে আমি সত্যি আপ্লুত।” এদিন অতীতের স্মৃতি স্মরণ করে বলেন, একসময় নাটকের ক্লাসে মাত্র একমাত্র কিশোর ছিলেন ওয়েন। অস্বস্তিও অনুভব করেছেন, কিন্তু তা কখনও বাধা হয়ে দাঁড়ায়নি। অভিজ্ঞ অভিনেতাদের কাছ থেকে শিখে তিনি নিজের দক্ষতা তিলে তিলে গড়ে তুলেছেন।
গত বছরের ১৩ মার্চ নেটফ্লিক্সে মুক্তি পাওয়া ব্রিটিশ ওয়েব সিরিজ ‘অ্যাডোলেসেন্স’ দর্শকদের মন জয় করেছিল। সিরিজটি ১৩ বছরের এক কিশোরের বেড়ে ওঠার গল্প, সমাজ, স্কুল-অফিস-পরিবেশ এবং নারীর প্রতি পুরুষের রাগ ও হিংসা—এই সব বিষয় নিয়ে নির্মিত। সিরিজটি পাঁচটি বিভাগে মনোনীত হয়েছিল, এবং চারটি বিভাগে পুরস্কার জিতেছিল। ‘অ্যাডোলেসেন্স’-এর জন্য সেরা অভিনেতা হিসেবে সেলিব্রিটি স্টিফেন গ্রাহাম, সেরা সহ অভিনেত্রী ইরিন ডোহার্টি এবং সেরা সহ অভিনেতা ওয়েন কুপার পুরস্কার লাভ করেন। এই কিশোর অভিনেতার অসাধারণ প্রতিভা এবং পরিশ্রম গ্লোবের মঞ্চে তার স্বীকৃতি পেয়েছে, যা বলছে—বয়স শুধুই একটি সংখ্যা, প্রতিভা সবসময়ই প্রথম।
