kolkata

3 hours ago

Saraswati Puja 2026: বাগদেবীর আরাধনায় মাতোয়ারা আপামর বাঙালি, পুজো ঘিরে উন্মাদনা

Goddess Saraswati
Goddess Saraswati

 

কলকাতা, ২৩ জানুয়ারি : বাগদেবীর আরাধনায় মেতেছে আপামর বাঙালি। সরস্বতী পুজোকে ঘিরে ছোট থেকে বড় সবার মধ্যে বিশেষ উন্মাদনা চোখে পড়েছে। কেউ বাড়িতেই বাগদেবীর আরাধনা করেন, কেউ পাড়ার পুজো মন্ডপে অঞ্জলি দেন। মাঘ মাসের শুক্লা পঞ্চমী তিথিতে বাগদেবীর বন্দনা করা হয়। মা সরস্বতী বিদ্যা, বুদ্ধি, জ্ঞান ও সঙ্গীতের দেবী। যে কোনও সৃজনশীল কাজ তাঁর কৃপায় নিপুণতার সঙ্গে করা যায় বলে বিশ্বাস। শুক্রবার সকাল থেকেই বাংলার ঘরে ঘরে বাগদেবীর আরাধনা করা হয়। স্কুল, কলেজ ও অন্যান্য শিক্ষা প্রতিষ্ঠানেও চলে বাণী বন্দনা।

You might also like!