kolkata

3 hours ago

Remembering Netaji: স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, নেতাজির জন্মবার্ষিকীতে বার্তা অভিষেকের

Abhishek Banerjee honours Netaji on Parakram Diwas
Abhishek Banerjee honours Netaji on Parakram Diwas

 

কলকাতা, ২৩ জানুয়ারি : স্বাধীনতা উপহার হিসেবে মেলে না, তা অর্জন করতে হয় বলে মনে করেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। নেতাজির জন্মবার্ষিকীতে তাঁকে শ্রদ্ধা জানিয়ে এক্স হ্যান্ডলে তেমনটাই লিখলেন তিনি। অভিষেকের কথায়, ‘আমরা নতুন করে শপথ নিই—যে মূল্যবোধের জন্য তিনি সারাজীবন লড়েছেন, তা রক্ষা করব। ঐক্য। সাহস। মানুষের প্রতি নিঃস্বার্থ সেবা।’

অভিষেক এক্স-এ লেখেন, "নেতাজি সুভাষ চন্দ্র বসুর জন্মবার্ষিকীতে, ভারতের অন্যতম শ্রেষ্ঠ সন্তান, একজন নির্ভীক দেশপ্রেমিক, যার জীবন ছিল স্বাধীনতা, মর্যাদা এবং জাতীয় আত্মসম্মানের প্রতি অবিচল অঙ্গীকার। নেতাজির কর্মের আহ্বান একটি দেশকে দ্বিধা থেকে সাহসে, আত্মসমর্পণ থেকে আত্মবিশ্বাসে জাগ্রত করেছিল। তাঁর অসাধারণ জীবনের প্রতিটি অধ্যায়ে, তিনি আমাদের মনে করিয়ে দিয়েছিলেন স্বাধীনতা উপহার দেওয়া হয় না, এটি ত্যাগ, শৃঙ্খলা এবং ন্যায়বিচারের প্রতি অটল অঙ্গীকারের মাধ্যমে অর্জিত হয়। এখন আমরা যখন তাঁকে স্মরণ করি, তখন আমরা তাঁর জীবনযাপনের মূল্যবোধগুলিকে সমুন্নত রাখার জন্য আমাদের অঙ্গীকার পুনর্নবীকরণ করি। ঐক্য, সাহস, জনগণের প্রতি নিঃস্বার্থ সেবা। তাঁর আদর্শ আমাদের পথপ্রদর্শক এবং একটি শক্তিশালী, আত্মনির্ভরশীল এবং মর্যাদাপূর্ণ ভারতের স্বপ্ন আমাদের সম্মিলিত দায়িত্ব। জয় হিন্দ।"

You might also like!