
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: কসবার শান্তিনিকেতন গার্ডেনসের বাসিন্দা এবং টলিউডের প্রথম সারির অভিনেত্রী মিমি চক্রবর্তীকে এবার তলব নির্বাচন কমিশন-র। বিষয়টি হলো ‘এসআইআর’ বা স্পেশাল ইনকোয়ারি রিপোর্ট শুনানি, যেখানে ভোটার তালিকায় নাম বা তথ্যের অমিল সংশোধনের জন্য নাগরিকদের উপস্থিত থাকতে বলা হয়। মিমির ভোটার কার্ডে বা তালিকায় কিছু যান্ত্রিক ত্রুটি ধরা পড়েছে। সেই কারণেই তাকে আগামী ৩১শে জানুয়ারি কসবার নতুন বাজার এলাকায় অবস্থিত প্রশাসনিক অফিসে হাজিরা দিতে বলা হয়েছে। এ ধরনের শুনানি সাধারণ নাগরিকদের মতো টলিউড তারকাদের ক্ষেত্রেও নিয়মিত হয়ে থাকে। সম্প্রতি অভিনেতা দেব, অভিনেত্রী সৌমিতৃষা কুণ্ডু এবং মানালি দে-ও একই কারণে ডাক পেয়েছিলেন।
মিমি সাংসদ পদ ছাড়ার পর রাজনীতির অঙ্গনে নেই। ২০২৪-এর লোকসভা নির্বাচনের আগে তিনি পদ ত্যাগ করেন এবং এরপর থেকে অভিনয় ও ব্যক্তিজীবনে মন দিয়েছেন। তিনি নিজে জানিয়েছেন, ‘আমি অবশ্য়ই ৩১ তারিখ শুনানিতে যাব। যা যা ডকুমেন্ট নিয়ে যেতে বলা হয়েছে। সবকটাই নিয়ে যাব।’ সামনেই পুরভোট বা উপনির্বাচনের মতো বিষয় থাকলে নির্বাচন কমিশন সাধারণত ভোটার তালিকা নিখুঁত করতে এই ধরণের শুনানি করে থাকে। সাধারণ মানুষের পাশাপাশি তারকাদেরও এই প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হয় যাতে ভোটার তালিকায় কোনো ভুয়ো বা ভুল তথ্য না থাকে।
অভিনেত্রী জানিয়েছেন, মিমি এখনও মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি শ্রদ্ধাশীল এবং নিয়মিত যোগাযোগ রাখেন। ভোটার তালিকা সংশোধন নিশ্চিত করে তিনি দায়িত্বশীল নাগরিক হিসেবে সকল প্রক্রিয়ার মধ্য দিয়ে যাবেন। সম্প্রতি তার নতুন সিনেমা ‘ভানুপ্রিয়া ভূতের হোটেল’ মুক্তি পেয়েছে ২৩শে জানুয়ারি।
