
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দিল্লির সাম্প্রতিক একটি কনসার্টে আপত্তিজনক মন্তব্য ঘিরে প্রবল বিতর্কের কেন্দ্রে চলে এসেছেন বলিউডের জনপ্রিয় গায়ক-র্যাপার ইয়ো ইয়ো হানি সিং। শীতের রাতে গাড়িতে যৌনসম্পর্ক নিয়ে করা তাঁর মন্তব্য মুহূর্তের মধ্যেই ভাইরাল হয়ে যায় সোশাল মিডিয়ায়। তারপর থেকেই শুরু হয় প্রবল সমালোচনা, কটাক্ষ এবং ট্রোলিং। পরিস্থিতি এমন জায়গায় পৌঁছয় যে, গায়ককে প্রকাশ্যে ক্ষমা চাইতে বাধ্য হতে হয়। কিন্তু ক্ষমা প্রার্থনার ভাষ্যই শেষ পর্যন্ত নতুন করে বিতর্ক উসকে দিয়েছে।
ঘটনার সূত্রপাত দিল্লিতে আয়োজিত নানকু ও করুণের একটি কনসার্ট থেকে। সেখানেই মঞ্চে দাঁড়িয়ে হানি সিং দর্শকদের উদ্দেশে ঠান্ডা নিয়ে রসিকতার ছলে এমন একটি মন্তব্য করেন, যা অনেকের কাছেই অশালীন ও দায়িত্বজ্ঞানহীন বলে মনে হয়েছে। ভাইরাল ওই ভিডিওতে অশ্রাব্য গালিগালাজ সহকারে হানি সিংকে বলতে শোনা যায়, “উফফ, দিল্লিতে এমন ঠান্ডা! এই শীতে গাড়িতে সঙ্গমের মজাই আলাদা। তবে বন্ধুরা প্লিজ, কন্ডোম ব্যবহার করবেন। নিরাপদে থাকবেন।”ভিডিও ছড়িয়ে পড়তেই সামাজিক মাধ্যমে শুরু হয় তীব্র প্রতিক্রিয়া। কেউ তাঁকে বয়সজনিত বিচ্যুতির কটাক্ষ করেছেন, কেউ আবার আরও কড়া ভাষায় আক্রমণ শানিয়েছেন। কেউ বুড়োর ভিমরতি বলে কটাক্ষ করছেন তো কেউ বা আবার ‘পেডো’ বলে তোপ দেগেছেন! লাগাতার আক্রমণের মুখে পড়ে এবার ড্যামেজ কন্ট্রোল করতে নিজেই মাঠে নামলেন হানি সিং।

একটি বিবৃতিতে এবং ঘনিষ্ঠ মহলে দেওয়া মন্তব্যে হানি সিং দাবি করেন, তাঁর উদ্দেশ্য কাউকে আঘাত করা নয়। বরং তরুণ প্রজন্মকে নিরাপদ যৌনতার বার্তা দেওয়াই ছিল তাঁর লক্ষ্য। হানি সিং বলছেন, “শোয়ের আগে জনা কয়েক যৌন বিশেষজ্ঞদের সঙ্গে আমার কথা হয়েছিল। তাঁরা প্রত্যেকেই আমাকে কনসার্টে ‘সেফ সেক্স’-এর বার্তা দেওয়ার কথা বলেছিলেন। সেই প্রেক্ষিতেই তরুণ প্রজন্মের ভাষায় আমি বিষয়টি বোঝাতে গিয়েছিলাম। যেন কেউ অসুরক্ষিত যৌনতায় জড়িয়ে ভুল না করে। সঙ্গমের সময়ে যেন কন্ডোম ব্যবহার করে। আমি ভেবেছিলাম এই প্রজন্ম যেভাবে ওটিটি কন্টেন্ট এবং সিনেমা দেখে, তাই সেরকম ভাষায় কথা বললে হয়তো তারা আরও ভালোভাবে বুঝবে। কিন্তু আমার ভাষা অনেকের কাছেই খুব খারাপ ঠেকেছে। যাঁদের খারাপ লেগেছে, তাঁদের কাছে আমি ক্ষমা চেয়ে নিচ্ছি।” এখানেই অবশ্য থামেননি হানি সিং।
হানি সিং আরও বলেন, কনসার্টের আগে তাঁর একাধিক যৌন বিশেষজ্ঞের সঙ্গে কথা হয়েছিল। তাঁদের পরামর্শেই তিনি তরুণদের ভাষায় বিষয়টি উপস্থাপন করার চেষ্টা করেন। ওটিটি কনটেন্ট ও আধুনিক সিনেমায় যে ধরনের সংলাপ ও দৃশ্য দেখা যায়, সেই ভাষাতেই বার্তা দিলে জেন জি প্রজন্ম তা সহজে গ্রহণ করবে—এমনটাই তিনি ভেবেছিলেন। তবে সেই চেষ্টায় যে তিনি সীমা লঙ্ঘন করেছেন, তা স্বীকার করে নেন গায়ক। “আমার বলা কথায় অনেকেই আহত হয়েছেন। সেটা আমার উদ্দেশ্য ছিল না। মানুষ মাত্রেই ভুল করে। আমিও করেছি,”—বলেন হানি সিং। তিনি আরও আশ্বাস দেন, ভবিষ্যতে মঞ্চে কথা বলার আগে আরও সংযত ও সচেতন হবেন। কার সামনে, কোন প্রেক্ষিতে কী বলা উচিত—সে বিষয়ে তিনি বেশি সতর্ক থাকবেন বলেও জানান। তবে এখানেই থামেনি বিতর্ক। ক্ষমা চাওয়ার পাশাপাশি ‘ডাক্তারের পরামর্শ’-এর উল্লেখ করায় নতুন করে প্রশ্ন উঠেছে। নিন্দুকদের একাংশ কটাক্ষ করে জানতে চেয়েছেন, ‘ডাক্তাররা কি শীতের রাতেই গাড়িতে সেক্স করার পরামর্শ দিচ্ছেন?’ কেউ বা মনে করিয়ে দিলেন, ‘সচেতনতার পাঠ দেওয়ার ক্ষেত্রে ভাষা সংযত হওয়া প্রয়োজন ছিল।’তবে এই বিতর্কের রেশ কতদিন থাকবে—সেটাই এখন দেখার।
