
হায়দরাবাদ, ২৫ জানুয়ারি : ভয়াবহ আগুন লাগল হায়দরাবাদের একটি ফার্ণিচার গোডাউনে। শনিবার ওই ফার্ণিচার ডোডাউনে আগুন লাগে, যা রবিবার সকালেও নিয়ন্ত্রণে আসেনি। ফার্ণিচার গোডাউনের ভিতরে আটকে আছেন ৬ জন। গোশামহলের বিধায়ক টি রাজা সিং বলেন, "নামপল্লির অগ্নিকাণ্ডের ঘটনার প্রায় ২২ ঘণ্টা হয়ে গেছে, যেখানে শোরুমে ৬ জন আটকে পড়েছেন। পুলিশ এবং দমকল কর্মীরা এই ৬ জনকে বাঁচানোর জন্য নিরন্তর কাজ করে যাচ্ছেন। আমি মুখ্যমন্ত্রীর কাছেও জানতে চাই, এই ধরনের অগ্নিকাণ্ডের সময় কী প্রস্তুতি নেওয়া উচিত। আমরা কি জীবন বাঁচাতে পারি? রাজ্য সরকারের কোনও পরিকল্পনা অথবা প্রস্তুতি নেই। মুখ্যমন্ত্রী প্রশিক্ষণ ও গবেষণার জন্য মন্ত্রীদের বিদেশ সফরে পাঠান, আমাদের দমকল কর্মীদেরও প্রশিক্ষণের জন্য পাঠানো উচিত।"
এদিন সকালেই ডিসিপি অরবিন্দ বাবু বলেন, "আগুন নিয়ন্ত্রণে আনতে সম্ভবত ১-২ ঘণ্টা সময় লাগবে। আমরা গত রাত থেকে চেষ্টা করছি। আশা করছি শীঘ্রই আগুন নেভাতে পারব। অগ্নিনির্বাপণ অভিযান অবিরাম চলছে। দমকল বিভাগ, পুলিশ এবং আরও অনেক দল ঘটনাস্থলে কাজ করছে। আগুন ৯০% নিয়ন্ত্রণে।"
