Game

1 hour ago

ICC T20 World Cup: টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলবে স্কটল্যান্ড, আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে বাংলাদেশ

Bangladesh cricket team
Bangladesh cricket team

 

ঢাকা, ২৫ জানুয়ারি  : বাংলাদেশ ক্রিকেট বোর্ড ( বিসিবি) শনিবার জানিয়েছে যে তারা আগামী মাসে অনুষ্ঠিতব্য টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ডকে তাদের জাতীয় দলের জায়গায় অন্তর্ভুক্ত করার আইসিসির সিদ্ধান্ত মেনে নিয়েছে। শনিবার আইসিসি নিশ্চিত করেছে যে আগামী মাসে ভারত ও শ্রীলঙ্কায় অনুষ্ঠিত হতে চলা টি-টোয়েন্টি বিশ্বকাপে স্কটল্যান্ড বাংলাদেশের স্থলাভিষিক্ত হবে । নিরাপত্তা মূল্যায়নে কোনও নির্দিষ্ট হুমকির কথা নাকচ করার পরেও, টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য তাদের খেলোয়াড়দের ভারতে ভ্রমণ অনিরাপদ বলে বাংলাদেশের অবস্থানে অনড় থাকার পর আইসিসি দেরিতে এই পরিবর্তন আনতে বাধ্য হয়।
বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন বলেন, বাংলাদেশ বোর্ড যথাসাধ্য চেষ্টা করেছে কিন্তু তারা জানে যে আইসিসি তার দেশের অনুরোধ পূরণের ক্ষেত্রে "এটি করবে না" অথবা "চায় না" এবং তাদের "আর কিছুই করার নেই"। "আমরা আমাদের সর্বোচ্চ চেষ্টা করেছি। আমরা আইসিসি বোর্ডকে সম্পূর্ণ সম্মান করি, এবং বোর্ডের সংখ্যাগরিষ্ঠ সিদ্ধান্ত ছিল যে ম্যাচটি স্থানান্তর করা যাবে না," তিনি বলেন।

You might also like!