
ম্যানচেস্টার, ২৫ জানুয়ারি : ইতিহাদ স্টেডিয়ামে শনিবার প্রিমিয়ার লিগের ম্যাচে ২-০ গোলে জিতেছে পেপ গুয়ার্দিওলার দল। ওমার মার্মাউশ শুরতেই দলকে এগিয়ে নেওয়ার পর, ব্যবধান বাড়ান অ্যান্টোয়ান সেমেনিও। ৩ ম্যাচে ১৪ জয় ও ৪ ড্রয়ে ৪৬ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে আছে সিটি। তাদের চেয়ে ৪ পয়েন্ট বেশি নিয়ে শীর্ষে আর্সেনাল, একটি ম্যাচ কম খেলেছে মিকেল আর্তেতার দল। প্রিমিয়ার লিগে টানা তিন ড্রয়ের পর, ম্যানচেস্টার ইউনাইটেডের মাঠে হেরেছিল সিটি। এর মাঝে লিগ কাপ ও এফএ কাপে দুটি জয় পেলেও, গত মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে গ্লিম্টের বিপক্ষেও হেরে ছিল হলান্ড-সিলভারা।
