
ঢাকা, ২৫ জানুয়ারি : দীর্ঘদিন ধরে দেশে নেই সাকিব আল হাসান। তাই জাতীয় দলে খেলার ব্যাপারটা নিয়েও ছিল শঙ্কা। তবে জাতীয় দলে ফেরার দরজা সাকিবের জন্য একেবারে বন্ধ হয়ে যায়নি। তার বিষয়ে বোর্ড আলোচনা করেছে। সাকিব যদি ফিট এবং অ্যাভেইলেবল থাকেন, তাহলে নির্বাচক প্যানেল জাতীয় দলে সাকিবকে বিবেচনা করবে। শনিবার বিসিবির সভা শেষে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবির মিডিয়া কমিটির চেয়ারম্যান আমজাদ হোসেন। সাকিবকে জাতীয় দলের ফেরানোর পাশাপাশি কেন্দ্রীয় চুক্তিতেও ফেরানোর ব্যাপারে আলোচনা হচ্ছে। বিসিবির কেন্দ্রীয় চুক্তিতে এবার জায়গা পাচ্ছেন মোট ২৭ জন ক্রিকেটার। এ বিষয়টিও নিশ্চিত করেছে ক্রিকেট বোর্ড।
