
ওয়াশিংটন, ২০ জানুয়ারি : গ্রিনল্যান্ড ঘিরে বাড়তে থাকা কূটনৈতিক সঙ্কটের মধ্যেই গ্রিনল্যান্ডের 'পিটুফিক স্পেস' সামরিক ঘাঁটিতে 'নর্থ আমেরিকান অ্যারোস্পেস ডিফেন্স কমান্ড' (নোর্যাড)-এর বিমান মোতায়েনের সিদ্ধান্ত নিল আমেরিকা। নোর্যাড জানিয়েছে, বহু আগে থেকে পরিকল্পিত বিভিন্ন প্রতিরক্ষা কার্যক্রমে সহায়তার জন্যই ওই বিমান পাঠানো হচ্ছে এবং বিষয়টি ডেনমার্ক ও গ্রিনল্যান্ড প্রশাসনের সঙ্গে সমন্বয় করেই করা হয়েছে। নোর্যাড এও জানিয়েছে, কানাডার পাশাপাশি ডেনমার্কের সঙ্গে দীর্ঘদিনের প্রতিরক্ষা সহযোগিতার অংশ হিসেবেই এ পদক্ষেপ। প্রয়োজনীয় কূটনৈতিক অনুমতি নেওয়া হয়েছে এবং গ্রিনল্যান্ড সরকারকেও আগাম জানানো হয়েছে। নোর্যাডের এই সিদ্ধান্তের আগে ডেনমার্কের নেতৃত্বে গ্রিনল্যান্ডে একটি বহুজাতিক সামরিক মহড়া অনুষ্ঠিত হয়, যেখানে জার্মানি, সুইডেন, ফ্রান্স, নরওয়ে, নেদারল্যান্ডস ও ফিনল্যান্ড যোগ দেয়। আর্কটিক অঞ্চলের নিরাপত্তা জোরদার করাই মহড়ার মূল উদ্দেশ্য বলে জানানো হয়েছিল।
