Entertainment

2 hours ago

Madhumita Sarcar : শুরুর প্রথমে সমালোচনা, ‘ঝিল’-এর কণ্ঠে দর্শকরা খুঁজে পেল না স্পার্ক

Madhumita Sarcar
Madhumita Sarcar

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: সাত বছর পর ছোটপর্দায় ফিরেছেন অভিনেত্রী মধুমিতা সরকার। ধারাবাহিক ‘ভোলে বাবা পার করেগা’-এর কিছু পর্ব ইতিমধ্যেই সম্প্রচারিত হয়েছে, যেখানে তিনি র‌্যাপ গানে মঞ্চ মাতাচ্ছেন। প্রিয় নায়িকাকে আবার ছোটপর্দায় দেখতে পেয়ে অনুরাগীরা খুশি হলেও, দর্শকের একাংশ মধুমিতার কণ্ঠস্বরের পারফরম্যান্স নিয়ে প্রশ্ন তুলেছে।

দর্শকের একাংশের দাবি নায়িকার কণ্ঠস্বর কী করে এতটা বদলে গেল? কিছু দিন আগে মধুমিতা জানিয়েছিলেন, ধারাবাহিকে র‌্যাপ গানের যে অংশগুলো শুট হচ্ছে, তার পুরোটাই নিজের কণ্ঠে গাইছেন অভিনেত্রী। নায়িকা বলেন, “আমার গলা ভেঙে গিয়েছে। শুটিংয়ে এত চেঁচিয়েছি, তাই গলার আর কিছু নেই। এমনিতে তো গান গাইতে পারি না। এখানে নিজের কণ্ঠে র‌্যাপ গেয়েছি। বড় কঠিন দায়িত্ব। তা ছাড়া দৃশ্যেও আমায় এত চেঁচাতে হচ্ছে। তাই গলা ভেঙে গিয়েছে।”

পর্দার নেপথ্যে ঠিক কী কী ঘটছে তা দর্শকের পক্ষে জানা খুব কঠিন। দর্শকের বিরূপ মন্তব্যে নায়িকার ভক্তরা একেবারেই খুশি নয়। নায়িকার হয়ে তাঁর বেশ কিছু ভক্তরা লিখেছে, “পর্ব দেখে যারা বলছে মধুমিতার গলা ভাল লাগছে না, তাদের বলতে চাই ধারাবাহিকের জন্য গান গেয়ে, বিভিন্ন জায়গায় প্রচারের ফলে মধুর গলা ভেঙে গিয়েছে। তাই পর্দায় ঝিলের কণ্ঠস্বর ওরকম শোনাচ্ছে। শীঘ্রই ঠিক হয়ে যাবে সব।”


You might also like!