দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বাড়িতে যদি শিশু থাকে, তবে দেওয়ালে রং-পেন্সিল বা ক্রেয়ন দিয়ে আঁকিবুকি হওয়াটা খুব স্বাভাবিক। নতুন নতুন আঁকার খাতা দিলেও শিশু প্রায়ই দেওয়ালেই আঁকতে শুরু করে। বারবার বকুনি দিলেও সন্তানের মন পড়ে না। আর সামনেই পুজো, তাই ঘরবাড়ি পরিষ্কার না থাকলে মন খারাপ হওয়ারই কথা।
তাহলে সমাধান কী? শিশুদের দোষারোপ না করে কিছু সহজ টিপস ও টোটকা ব্যবহার করতে পারেন। এতে দেওয়াল পরিষ্কার করা সহজ হয়, এবং শিশুদের সাথে সম্পর্কও ভালো থাকে। খুব বেশি ঝক্কি ছাড়াই দেওয়াল পরিষ্কার করার কিছু কার্যকর উপায় এখনই প্রয়োগ করতে পারেন, যাতে পুজোর আগে ঘরবাড়ি ঝকঝকে হয়ে ওঠে।
১) দেওয়াল থেকে মোম রং তুলতে কাজে আসতে পারে টুথপেস্ট। ব্রাশে পেস্ট লাগিয়ে আলতো হাতে আঁকিবুকির জায়গাটি ঘষে নিন। তার পর ভিজে তোয়ালে দিয়ে মুছে নিলেই ঝকঝকে হয়ে যাবে সাধের দেওয়াল। তবে এ ক্ষেত্রে জেল টুথপেস্ট ব্যবহার করবেন না।
২) এক কাপ জলে বেকিং সোডা মিশিয়ে একটি মিশ্রণ বানিয়ে ফেলুন। এ বার রঙের দাগ তুলতে একটি স্পঞ্জ ওই মিশ্রণে ডুবিয়ে নিন। তার পর স্পঞ্জটি আলতো হাতে দেওয়ালে ঘষে নিন। তাতেও দাগ ভাল ভাবে না উঠলে মিশ্রণে একটু তরল সাবান মিশিয়ে নিন।
৩) দেওয়ালে খুব বেশি ক্ষারযুক্ত সাবান ব্যবহার করলে দেওয়ালের রং ফিকে হয়ে যেতে পারে। সে ক্ষেত্রে এক বালতি গরম জলে বাসন মাজার তরল সাবান মেশান। এ বার একটি পরিষ্কার কাপড় এই জলে ভিজিয়ে ভাল করে নিঙড়ে নিন। তার পর ভেজা কাপড়টি দিয়ে দেওয়ালের আঁকিবুকি সহজেই মুছে ফেলুন।