Entertainment

1 hour ago

Shabana Azmi birthday party: শাবানা আজমির ৭৫ তম জন্মদিনের পার্টিতে নাচে মাতলেন বলিউড সেলিব্রিটি, ভাইরাল শাবানা আজমির আনন্দের মুহূর্ত !

Rekha and Madhuri danced at Shabana Azmi's 75th birthday party
Rekha and Madhuri danced at Shabana Azmi's 75th birthday party

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ১৮ সেপ্টেম্বর ৭৫তম জন্মদিন পালন করলেন বলিউডের বর্ষীয়ান অভিনেত্রী শাবানা আজমি। বিশেষ দিনটি তিনি উদযাপন করেন এক জাঁকজমকপূর্ণ পার্টির মাধ্যমে। সেখানে হাজির ছিলেন মাধুরী দীক্ষিত থেকে শুরু করে রেখা সহ বলিউডের বহু তারকা। নাচ, গান আর উল্লাসে ভরপুর ছিল সমগ্র অনুষ্ঠানটি। 

গত বৃহস্পতিবার শাবানা আজমির জন্মদিন পার্টির যে ছবি এবং ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় সেখানে দেখা যায়, পার্টিতে উপস্থিত ছিলেন ফারাহ খান, মনীশ মালহোত্রা, করণ জোহর, বিদ্যা বালান, মাধুরী দীক্ষিত, রেখা, সনু নিগম, উর্মিলা। এই অনুষ্ঠানে জাভেদ আখতারের সঙ্গে কনি ফ্রান্সিসের কালজয়ী ক্লাসিক প্রিটি লিটল বেবি গানের তালে তালে নাচ করতে দেখা যায় শাবানা আজমিকে। জন্মদিনের এই বিশেষ অনুষ্ঠানে অভিনেত্রী পরেছিলেন একটি লাল এবং কালো রঙের পোশাক। স্ত্রীর সঙ্গে মানানসই পোশাকে সেজেছিলেন জাভেদ। 

তবে এই অনুষ্ঠানে যিনি সবথেকে বেশি নজর কেড়েছিলেন তিনি হলেন রেখা। একটি সাদা এবং কালো রঙের পোশাকে সেজেছিলেন তিনি। চোখে চশমা, মাথায় ব্যান্ড পরে যেন একেবারে তরুণী লাগছিল অভিনেত্রীকে। প্রতিবারের মতোই এবারেও পার্টির অন্যতম প্রাণকেন্দ্র ছিলেন রেখা। রেখা ছাড়াও এই অনুষ্ঠানে একসঙ্গে নাচ করতে দেখা যায় মাধুরীকে, যিনি পরেছিলেন একটি লাল রঙের পোশাক। বিদ্যা বালান এবং উর্মিলা কে দেখতে পাওয়া যায় স্টিল রঙের পোশাকে সেজে থাকতে। জন্মদিনের এই বিশেষ মুহূর্তের ভিডিয়ো পোস্ট করেন ফারাহ খান এবং সঞ্জয় কাপুর। উল্লেখ্য, শাবানা আজমিকে সর্বশেষ দেখা গিয়েছিল ‘ডাব্বা কার্টেল’ সিরিজে। এই সিরিজে তাঁর পাশাপাশি অভিনয় করেছেন জ্যোতিকা, নিমিশা সজয়ন, শালিনী পান্ডে সহ আরও অনেকে। সিরিজটি পরিচালনা করেছেন শিবানী আখতার, বিষ্ণু মেনন, গৌরব কাপুর ও আকাঙ্ক্ষা সেদা। গত ২৮ ফেব্রুয়ারি এটি মুক্তি পেয়েছিল ডিজিটাল প্ল্যাটফর্মে।

You might also like!