দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: উৎসবের মরশুম মানেই নতুন করে ঘর সাজানোর পরিকল্পনা। আলোকসজ্জা থেকে ফুলের মালা—সবকিছুতেই থাকে শৌখিন ছোঁয়া। সেই তালিকায় এখন বিশেষ জায়গা করে নিয়েছে সুগন্ধি মোমবাতি। কারণ এগুলি শুধু আলোয় ঘর আলোকিত করে না, একই সঙ্গে পরিবেশকে সুবাসিত করে মনকেও ভালো করে দেয়। পুজোর আগে অনেকেই ঘরের সাজসজ্জায় বাড়তি গুরুত্ব দেন, আর এই ধরনের মোমবাতি হয়ে ওঠে তাঁদের অন্যতম পছন্দের সঙ্গী। ঘরের সৌন্দর্য বৃদ্ধির পাশাপাশি সুগন্ধি মোমবাতি মানসিক চাপ কমাতে সাহায্য করে, দূর করে নেতিবাচক শক্তি এবং তৈরি করে ইতিবাচক আবহ। বাজারে ল্যাভেন্ডার, চন্দন, জুঁই, লেমন গ্রাস, বেলীফুল, গোলাপ-সহ নানা সুবাসের সুগন্ধি জার ক্যান্ডেল সহজলভ্য। প্রতিটি সুবাস ঘরে আনে ভিন্ন আবহ, আর সাধারণ ঘরকেও করে তোলে সুরভিত ও আকর্ষণীয়।
সুগন্ধি মোমবাতি ব্যবহারের আগে জেনে নিন তার গুণের সমাহার:
ল্যাভেন্ডার: ল্যাভেন্ডারের সুবাস মেডিটেশনের ক্ষেত্রে বহুল ব্যবহৃত। এটি মনোযোগ বৃদ্ধিতে, গভীর ঘুম হতে, এমনকি অবসাদের লক্ষণ থাকলে তা কমাতেও খুব ভাল কাজ দেয়। ঘরে আনে সমৃদ্ধি।
চন্দন: চন্দনগন্ধি মোমবাতির অনেক গুণ রয়েছে। চন্দন কাঠের সুবাস মনকে শান্ত করে ও মানসিক চাপ কমাতে সাহায্য করে। এই মোমবাতি ঘরে রাখলে এক আলাদা মনোরম পরিবেশ তৈরী করে।
জুঁই: জুঁই ফুলের সুবাস-যুক্ত মোমবাতি ঘরকে মনোরম ও সতেজ করে তোলে। বিভিন্ন ডিজাইন এবং রঙের এই সুগন্ধি মোমবাতি ঘর সাজানোর একটি সুন্দর উপকরণ হতে পারে।
লেমনগ্রাস: এই মোমবাতিতে লেমনগ্রাস অয়েল ব্যবহার করা হয়। এর সৌরভ ঘরকে ভরিয়ে তোলে। লেমনগ্রাস এসেনশিয়াল অয়েল অ্যান্টিসেপটিক এবং অ্যান্টিব্যাকটেরিয়াল বৈশিষ্ট্যযুক্ত, যা চারপাশ জীবাণুমুক্ত রাখতেও সহায়ক।
কারও কারও সুগন্ধি থেকে অ্যালার্জির আশঙ্কা থাকে। তাই ব্যবহারের আগে সতর্ক থাকতে হবে।
সুগন্ধি মোমবাতি যে কোনও দোকান থেকে কিনতে পারেন। অথবা অনলাইনেও পাওয়া যায়। এমনকি চাইলে বাড়িতেও বানিয়ে নিতে পারেন। তবে বিশ্বাসযোগ্য জায়গা থেকে কেনার চেষ্টা করবেন, যাতে মোমবাতিতে ব্যবহৃত উপাদানের বিষয়ে স্পষ্টতা থাকে। কারণ খারাপ মানের মোমবাতি এবং কৃত্রিম মোমের গন্ধে উপকার তো নেই-ই, বরং ক্ষতি হতে পারে। একটু উচ্চ মানের মোমবাতি ব্যবহার করাই ভাল। তাতে দাম বেশি হলেও গুণমানের দিকটা খেয়াল রাখা জরুরি।