Life Style News

4 hours ago

Hair Dandruff Remove Tips: চুলে খুশকি? পুজোর সাজের মাঝে না হোক লজ্জার কারণ, ঘরোয়া উপায়েই মিলবে সমাধান!

Home Remedies to Cure and Control Dandruff
Home Remedies to Cure and Control Dandruff

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: পুজো মানেই রঙিন সাজ, নতুন জামা, পার্টি আর উৎসবের আনন্দ। অফিসের অনুষ্ঠান হোক বা সান্ধ্য আড্ডা—চোখধাঁধানো সাজে নিজেকে তুলে ধরতে কে না চায়? নিখুঁত মেকআপ, পারফেক্ট হেয়ারস্টাইল আর ট্রেন্ডি পোশাক—সবই থাকল, কিন্তু হঠাৎ গাঢ় রঙের পোশাকে কাঁধে সাদা দাগ পড়ে থাকলে? হ্যাঁ, বলছি খুশকির  কথা! সাজের যত যত্নই নিন না কেন, খুশকি যদি চুল থেকে ঝরে পড়ে তবে তা এক নিমেষেই লজ্জার কারণ হয়ে দাঁড়ায়। আর এই সমস্যা পুজোর আগে হলে তো কথাই নেই! 

• রইল ঘরোয়া কিছু সহজ উপায় — 

১। টি ট্রি ওয়েল চুলের জন্য অত্যন্ত কার্যকরী। প্রতি বার স্নানের সঙ্গে শ্যাম্পু ও কন্ডিশনারের সঙ্গে মিশিয়ে ব্যবহার করতে পারেন এটি। অথবা সরাসরি স্ক্যাল্পে লাগিয়ে মালিশ করলেও উপকার পাওয়া যায়।

২। অ্যালোভেরা জেল ও লেবুর রস এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। দু’টিকে মিশিয়ে চুলে লাগিয়ে নিতে পারেন। লেবুর রস খুশকি এবং মাথার ত্বকে হওয়া ছত্রাকের সংক্রমণকে দূর করে। অন্য দিকে অ্যালোভেরা জেল প্রাকৃতিক ময়েশ্চারাইজ়ারের কাজ করে। চুলের রক্ষতাকে দূর করে এটি। 

৩। আদার রস খুশকির সমস্যার সঙ্গে লড়ে। শ্যাম্পু করার আগে আদার রস চুলের গোড়ায় ভাল করে মালিশ করুন। তার পর আধ ঘণ্টা মতো রেখে চুল ধুয়ে ফেলুন। নিয়মিত প্রয়োজন নেই, সপ্তাহে দু’বার এই টোটকা কাজে লাগান। ফল পাবেন।

৪। একটি পাত্রে দই ও মধু মিশিয়ে চুলে লাগাতে পারেন। তাতেও কমবে খুশকির সমস্যা। হাতের কাছে থাকলে ওই মিশ্রণে দু’চামচ অলিভ ওয়েলও মিশিয়ে নিতে পারেন। 

• আরও কিছু টিপস — পুজোর আগে খুশকির হাত থেকে বাঁচতে —

১। প্রতিদিন চুলের ব্রাশ পরিষ্কার করুন;

২। অতিরিক্ত কন্ডিশনার বা হেয়ার সিরাম ব্যবহার করবেন না;

৩। সপ্তাহে অন্তত একবার চুলে তেল দিন;

৪। চুল ভিজে থাকলে বেঁধে রাখবেননা;

৫। প্রচুর জল খান ও সবুজ শাকসবজি খান। 

You might also like!