Breaking News
 
Mamata Banerjee: ‘বিজেপির লুট ও গণতন্ত্র হত্যা’, আইপ্যাক অফিসে ইডি অভিযানের প্রতিবাদে মিছিলের ডাক মমতার Mamata Banerjee at I-PAC Office: 'মার্ডার অফ ডেমোক্রেসি',সল্টলেকে আইপ্যাক অফিসে তল্লাশি, বিজেপি সরকারকে কটাক্ষ মমতার Mamata banerjee: ‘আমাদের ভোটের স্ট্র্যাটেজি ছিনতাই করা হয়েছে’—ইডি হানার মধ্যে I-PAC দপ্তরে তোপ দাগলেন মমতা Mamata Banerjee: তল্লাশির আবহে প্রতীকের বাড়ি থেকে I-PAC, মুখ্যমন্ত্রীর গাড়িতে তোলা হল গুরুত্বপূর্ণ নথি ED Raid at I-PAC Office: সল্টলেক ও লাউডন স্ট্রিটে ইডির তল্লাশি, কয়লা পাচারের পুরনো মামলায় প্রতীক জৈনের বাড়িতে তল্লাশি TMC government initiatives:তিন কর্মসূচিতেই কেল্লাফতে? বিরোধীদের রুখতে নবান্নের হাতিয়ার এখন পরিষেবা আর ‘পাঁচালি’ প্রচারের কড়া নজরদারি

 

Entertainment

15 hours ago

Amitabh Bachchan: বিগ বি’কে দেখতে উন্মত্ত জনতার ভিড়, গুজরাতে বিলাসবহুল আবাসনের কাচ ভেঙে চুরমার!

Amitabh Bachchan MOBBED by fans
Amitabh Bachchan MOBBED by fans

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শুক্রবার গুজরাতের সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন। তবে স্টেডিয়ামে পৌঁছানোর আগে তিনি বিমানবন্দর থেকে সরাসরি তাঁর বন্ধু ও ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সুনীল শাহের বাসস্থান ছিল পাল এলাকার বিলাসবহুল আবাসন ‘কাসা রিভেরা’। কিন্তু ঠিক এই সময়ই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন বিগ বি।

অমিতাভকে ঘিরে ভিড় এমনভাবে জমে ওঠে যে নিরাপত্তা বলয় কার্যত ভেঙে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, উন্মত্ত অনুরাগীদের ভিড়ে শাহেনশার প্রাণ প্রায় ওষ্ঠাগত হওয়ার জোগাড়। প্রবীণ অভিনেতা করজোরে থামার অনুরোধ করলেও কে শোনে কার কথা! এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি। যার ফলে আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্তের ভিডিওই বর্তমানে নেটভুবনে ভাইরাল। যা দেখে নিন্দায় সরব হয়েছেন অমিতাভ অনুরাগীদের একাংশ। 


ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত ভিড়ের কারণে কিছুক্ষণ তাঁকে থমকে যেতে হয়। এমনকি নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়িতে পৌঁছে দিতে বড়সড় সমস্যার মুখোমুখি হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ধরণের ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন অনুরাগী মহল, প্রতিবাদের সুরে বিগ বি ভক্তরা বলেন, ‘বচ্চন সাহেবের বয়স আশির উপর। দয়া করে ওঁকে ছেড়ে দিন। ওঁর বয়স হয়েছে।’ অনেকে আবার কাণ্ডজ্ঞানহীন ভক্তদের কড়া ভাষায় সমালোচনা করছেন। 


You might also like!