
দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: শুক্রবার গুজরাতের সুরাটে ‘ইন্ডিয়ান স্ট্রিট প্রিমিয়ার লিগ’-এর তৃতীয় মরশুমের উদ্বোধনী অনুষ্ঠানে যোগ দিতে গিয়েছিলেন বলিউডের কিংবদন্তি অমিতাভ বচ্চন। তবে স্টেডিয়ামে পৌঁছানোর আগে তিনি বিমানবন্দর থেকে সরাসরি তাঁর বন্ধু ও ব্যবসায়ী সুনীল শাহের সঙ্গে দেখা করতে গিয়েছিলেন। সুনীল শাহের বাসস্থান ছিল পাল এলাকার বিলাসবহুল আবাসন ‘কাসা রিভেরা’। কিন্তু ঠিক এই সময়ই অপ্রত্যাশিত পরিস্থিতির মুখোমুখি হন বিগ বি।
অমিতাভকে ঘিরে ভিড় এমনভাবে জমে ওঠে যে নিরাপত্তা বলয় কার্যত ভেঙে যায়। পরিস্থিতি এমন পর্যায়ে পৌঁছয় যে, উন্মত্ত অনুরাগীদের ভিড়ে শাহেনশার প্রাণ প্রায় ওষ্ঠাগত হওয়ার জোগাড়। প্রবীণ অভিনেতা করজোরে থামার অনুরোধ করলেও কে শোনে কার কথা! এরপরই শুরু হয় ধাক্কাধাক্কি। যার ফলে আবাসনের প্রবেশপথের কাচ ভেঙে চুরমার হয়ে যায়। সেই ক্যামেরাবন্দি মুহূর্তের ভিডিওই বর্তমানে নেটভুবনে ভাইরাল। যা দেখে নিন্দায় সরব হয়েছেন অমিতাভ অনুরাগীদের একাংশ।

ভাইরাল হওয়া ভিডিওতে দেখা যায়, অতিরিক্ত ভিড়ের কারণে কিছুক্ষণ তাঁকে থমকে যেতে হয়। এমনকি নিরাপত্তারক্ষীরা তাঁকে গাড়িতে পৌঁছে দিতে বড়সড় সমস্যার মুখোমুখি হন। পরবর্তীতে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। আর এই ধরণের ভিডিও দেখে ক্ষোভে ফেটে পড়েন অনুরাগী মহল, প্রতিবাদের সুরে বিগ বি ভক্তরা বলেন, ‘বচ্চন সাহেবের বয়স আশির উপর। দয়া করে ওঁকে ছেড়ে দিন। ওঁর বয়স হয়েছে।’ অনেকে আবার কাণ্ডজ্ঞানহীন ভক্তদের কড়া ভাষায় সমালোচনা করছেন।
