দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দুস্থদের জন্য রবিনহুড, অত্যাচারী নীলকর সাহেবদের জন্য যেন যম—যে ‘রঘু’ ব্রিটিশদেরও কাঁপাত তার ডঙ্কার আওয়াজে, সেই রঘু এবার প্রেমিকের ভূমিকায় কেমন? দর্শকদের কৌতূহল স্বাভাবিকভাবেই তুঙ্গে। দীর্ঘ প্রতীক্ষার পর নতুন পোস্টারে দেব খানিক ইঙ্গিত দিলেন, যেখানে দেব-ইধিকার প্রেমের চাহনি এবং রঘু-সৌদামিনীর ভালোবাসার ঝলক ফুটে উঠেছে। তবে সিনেমার ভাষায় বলতে গেলে, ‘পিকচার এখনও বাকি!’
সোমসন্ধেয় ‘রঘু’ খবর দিলেন ‘ঝিলমিল আলোয়’ ‘সৌদামিনী’র সঙ্গে রোম্যান্টিক গান নিয়ে আসতে চলেছেন তিনি। আর তাতেই যেন চলতি ‘ধূমকেতু’ বিতর্ক-ক্ষতে খানিক মলমের প্রলেপ পড়ল! শুভশ্রীর সঙ্গে মন কষাকষি, তরজার মাঝেই মধ্যমণি হিসেবে স্পটলাইটে প্রত্যাবর্তন কিশোরী ইধিকা পালের। দেবের পিরিয়ড ড্রামার নতুন গান ‘ঝিলমিল লাগে রে’। সেই গান রিলিজের ঘোষণা করতেই রং মিলান্তি পোশাকে রোম্যান্টিক জুটি হিসেবে ধরা দিলেন দেব-ইধিকা।
‘রঘু ডাকাত’ টিম নিয়ে সামনেই দেবের বাংলা ট্যুর। মালদা, শিলিগুড়ি, রায়গঞ্জ-সহ একাধিক জায়গায় ছবির মিউজিক লঞ্চের অনুষ্ঠান। দর্শকদের নাড়িস্পন্দন আর বক্স অফিসে বাজিমাত করার স্ট্র্যাটেজি টলিউড সুপারস্টারের ভালোই জানা। অতঃপর রঘু আসার প্রাক্কালেও প্রচারে কোনওরকম খামতি রাখছেন না দেব। সামনেই পুজোর মরশুমে রিলিজ। উপরন্তু ২০ সেপ্টেম্বর নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে ‘গ্র্যান্ড’ ট্রেলার লঞ্চের অনুষ্ঠান। সবমিলিয়ে ‘ধূমকেতু’ ধোয়াশা কাটতেই রণহুঙ্কার দিয়ে প্রচারে ঝাঁপিয়ে পড়েছেন ‘রঘু ডাকাত’ দেব।
নতুন বছরের শুরুতেই ‘রঘু ডাকাত’ লুকে কৌতূহলের পারদ চড়িয়েছিলেন টলিউড সুপারস্টার। সিঁদুরে কপাল, চাদরে ঢাকা মুখ! তবে স্বাধীনতা দিবসের সকালে মুক্তিপ্রাপ্ত পয়লা টিজারে ‘রঘু ডাকাত’ দেব আরও ভয়ানক অবতারে ধরা দিয়েছেন। মাতৃভূমি রক্ষার্থে ব্রিটিশ শাসনের বিরুদ্ধে কীভাবে গর্জে উঠেছিলেন দুস্থদের রবিনহুড রঘু? সেই ঝলকই ঝরা পড়েছিল টিজারের টুকরো কোলাজে। কখনও চাঁদের শরীরে ঘোড়সওয়ার রঘুর কায়া, আবার কখনও বা অত্যাচারী ব্রিটিশের আস্তানায় রঘুর লঙ্কাকান্ড, টিজারেই পুজোর বক্স অফিস দখলের হুঁশিয়ারি দিয়েছিলেন নির্মাতারা। এবার গানে গানে উন্মাদনার পারদ ছড়াচ্ছে ধ্রুবর ম্যাগনাম ওপাস।