নয়াদিল্লি, ১৫ অক্টোবর : প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আগামীকাল (১৬ অক্টোবর) অন্ধ্রপ্রদেশ সফরে যাচ্ছেন। ওই দিন কুর্নুলে প্রায় ১৩,৪৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের ভিত্তিপ্রস্তর স্থাপন, উদ্বোধন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন প্রধানমন্ত্রী। এই প্রকল্পগুলি শিল্প, বিদ্যুৎ সঞ্চালন, সড়ক, রেলপথ, প্রতিরক্ষা উৎপাদন এবং পেট্রোলিয়াম ও প্রাকৃতিক গ্যাস-সহ একাধিক ক্ষেত্রের সঙ্গে সম্পর্কিত।
একগুচ্ছ কর্মসূচির ফাঁকে প্রধানমন্ত্রী শ্রীশৈলমের শ্রী ভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো ও দর্শন করবেন। ছত্রপতি শিবাজি মহারাজের ঐতিহ্য স্মরণে শ্রীশৈলমের শ্রী শিবাজি স্ফূর্তী কেন্দ্রও পরিদর্শন করবেন প্রধানমন্ত্রী। বৃহস্পতিবার সকাল ১১:১৫ মিনিট নাগাদ নান্দিয়াল জেলার শ্রীশৈলমের শ্রীভ্রমরম্ব মল্লিকার্জুন স্বামী ভারলা দেবস্থানমে পুজো ও দর্শন করবেন প্রধানমন্ত্রী। এরপর দুপুর ১২:১৫ মিনিট নাগাদ তিনি শ্রীশৈলমের শ্রী শিবাজি স্ফূর্তী কেন্দ্র পরিদর্শন করবেন। এরপর প্রধানমন্ত্রী কুর্নুল যাবেন, যেখানে তিনি দুপুর ২:৩০ মিনিট নাগাদ প্রায় ১৩,৪৩০ কোটি টাকারও বেশি মূল্যের একাধিক উন্নয়নমূলক প্রকল্পের উদ্বোধন, ভিত্তিপ্রস্তর স্থাপন এবং জাতির উদ্দেশ্যে উৎসর্গ করবেন।