দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বলিউড অভিনেত্রী সোনাক্ষী সিনহা সম্প্রতি স্বামী জাহির ইকবালের সঙ্গে একটি ফ্যাশন শো-তে অংশ নিয়েছিলেন। সেই ফ্যাশন শোর ভিডিয়ো দেখে অনুরাগীরা অনুমান করতে শুরু করেন যে সোনাক্ষী প্রেগন্যান্ট হতে পারেন। এবার জাহির ও সোনাক্ষীর আরও একটি ভিডিও সামনে এসেছে, যেখানে জাহিরকে সোনাক্ষীর প্রেগন্যান্সি গুঞ্জন নিয়ে মজা করতে দেখা যাচ্ছে।
এমনিতেই সুযোগ পেলে বউয়ের পিছনে লাগার সুবিধা ছাড়েন না জাহির। এবার যেমন রমেশ তুরানির দিওয়ালি পার্টিতে পৌঁছে এক কাণ্ড করে বসলেন তিনি। ভিডিয়োতে জাহির ও সোনাক্ষীকে পাপারাজ্জিদের ক্যামেরায় পোজ দিতে দেখা যাচ্ছে। তখনই জাহির বউয়ের পেটে হাত রেখে বলে ওঠেন, ‘আসল সোনা’। এতে সোনাক্ষী হতবাক হয়ে পড়েন। এরপর বউকে প্রচ্ছন্ন ধমক দিয়ে হেসে ওঠেন। জাহির তারপর জানান যে, তিনি মজা করছিলেন। ভক্তরা জাহির ও সোনাক্ষীর এই ভিডিয়ো দেখে ভীষণ মজা পেয়েছেন। একজন ইউজার লেখেন, ‘এই দুজনের জুটি ভীষণ সুন্দর’। আরেকজন ইউজার লেখেন, ‘কে জানে জাহির হয়তো সত্যি কথাই বলছে। তারকাদের বিশ্বাস করবেন না’। তৃতীয়জন লিখেছেন, ‘এদের প্র্যাঙ্কগুলো সত্যিই মজাদার হয়’।
২০২৪ সালের ২৩ জুন, সোনাক্ষী সিনহা এবং জহির ইকবাল তাঁদের বাড়িতে স্পেশাল ম্যারেজ অ্যাক্ট অনুযায়ী আইনি কাগজপত্রে সই করে বিবাহবন্ধনে আবদ্ধ হন। সেইদিনই রাতে মুম্বইয়ের বাস্তিয়ানে একটি রিসেপশন পার্টির আয়োজন করা হয়। কাজের দিক থেকে, সোনাক্ষীকে শেষবার নিকিতা রায়ের ছবিতে দেখা গিয়েছিল। বর্তমানে তিনি নভেম্বরে ঘোষিত ‘দা-বাং: দ্য ট্যুর রিলোডেড টু কাতার’-এর জন্য প্রস্তুতি নিচ্ছেন। এই গ্র্যান্ড কনসার্ট ১৪ নভেম্বর ২০২৫-এ দোহা, এশিয়ান টাউন অ্যাম্ফিথিয়েটারে অনুষ্ঠিত হবে, যেখানে সঙ্গীত, নৃত্য এবং বলিউডের চমকপূর্ণ পারফরমেন্স-র মাধ্যমে দর্শকদের জন্য এক দুর্দান্ত শো উপস্থাপন করা হবে।