West Bengal

1 month ago

CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

cM to visit devastated Sukhiya Pokhri
cM to visit devastated Sukhiya Pokhri

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: বিপর্যস্ত উত্তরবঙ্গ পরিদর্শনে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পুনর্গঠনের কাজ খতিয়ে দেখতে সোমবার নাগরাকাটায় দিনভর কাটানোর পর রাতে পৌঁছন কার্শিয়াংয়ে। মঙ্গলবারের মিরিক সফর বাতিল হলেও, জোড়বাংলোয় বিডিও অফিসে পর্যালোচনা বৈঠক সারবেন তিনি। এরপর রাতেই দার্জিলিং রওনা হওয়ার কথা, যেখানে জিটিএ-র সঙ্গে ক্ষয়ক্ষতি নিয়ে হবে গুরুত্বপূর্ণ প্রশাসনিক বৈঠক।

রবিবার বিকেলেই উত্তরবঙ্গে পৌঁছেছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আলিপুরদুয়ারের হাসিমারা থেকেল সুভাষিণী চা বাগানে গিয়ে জনসংযোগ সারেন। সাম্প্রতিক বিপর্যয়ে এই সুভাষিণী চা বাগানই সবচেয়ে ক্ষতির মুখে পড়েছে। এরপর সোমবার দিনভর তিনি নাগরাকাটার একাধিক বিপর্যস্ত সেতু, রাস্তা, নদীবাঁধের পরিস্থিতি খতিয়ে দেখেন। ত্রাণ শিবিরে গিয়ে আশ্রয় নেওয়া মানুষজনের সঙ্গে কথা বলার পাশাপাশি মৃতদের পরিবারগুলিকে আর্থিক সাহায্য ও সদস্যদের চাকরির নিয়োগপত্র তুলে দেন। রাতে তিনি কার্শিয়ং চলে যান। নিজের সফরসূচি সম্পর্কে মুখ্যমন্ত্রী জানিয়েছিলেন, মঙ্গলবার কার্শিয়ং থেকে ঘুম হয়ে মিরিক যাবেন।

শেষ মুহূর্তে বদল মুখ্যমন্ত্রীর সফরসূচিতে। মিরিক নয়, কার্শিয়াংয়ের বিডিও অফিস থেকেই পর্যালোচনা বৈঠক সারবেন তিনি। তবে উত্তরবঙ্গে বসেই আজ তিনি ভারচুয়ালি যোগ দেবেন ভবানীপুরের বিজয়া সম্মিলনীতে, যা অনুষ্ঠিত হচ্ছে আলিপুরের ধন্যধান্যে প্রেক্ষাগৃহে। অন্যদিকে, বুধবার দার্জিলিংয়ের রিচমন্ড হিলে দার্জিলিং ও কালিম্পং জেলার প্রশাসনিক বৈঠকে জিটিএ চেয়ারম্যান অনীত থাপার তৈরি হড়পা বানের ক্ষতির রিপোর্ট পেশ করার কথা।

You might also like!