Breaking News
 
Delhi Blast: ভুটান থেকে দেশে ফিরেই দিল্লি বিস্ফোরণে আহতদের সঙ্গে হাসপাতালে দেখা করলেন প্রধানমন্ত্রী মোদি! Shubman Gill: শুভমান-শেহনাজের মধ্যে সম্পর্ক কী? 'গিল' পদবি রহস্য ফাঁস করলেন সলমনের নায়িকা Partha Chtterjee: চাকরির দুর্নীতির অভিযোগ অস্বীকার, পার্থর চ্যালেঞ্জ—'কার থেকে টাকা নিয়েছি?', খোলা চিঠি বেহালা পশ্চিমে Delhi Blast: সরকারি চাকুরের মেয়ে চিকিৎসক শাহিন, বিবাহবিচ্ছেদের পর জইশ-এ যোগদান, ধৃত জঙ্গি কাজ করত মাসুদের বোনের নির্দেশে Partha Chatterjee: ‘দুয়ারে দুয়ারে ঘুরে উত্তর দেব’, নির্দোষ প্রমাণের অঙ্গীকার পার্থর, মরিয়া হারানো 'স্থান' ফিরে পেতে Shubman Gill: আচমকা ইডেনে দেখা! পুরনো সতীর্থদের পেয়ে মেতে উঠলেন শুভমান, উৎফুল্ল তারকা

 

Entertainment

1 month ago

Rani Mukerji mother reaction: “আগেই দেওয়া হতো জাতীয় পুরস্কার, তাই হত ব্ল্যাকের”— আফসোস প্রকাশ রানির মা!

Rani Mukerji’s mother shared that she is proud of her daughter
Rani Mukerji’s mother shared that she is proud of her daughter

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তিন দশকের দীর্ঘ অভিনয় জীবনকে সফলভাবে চিহ্নিত করে অবশেষে জাতীয় স্বীকৃতি পেলেন রানি মুখোপাধ্যায়। এই বছর তিনি প্রথমবারের মতো শ্রেষ্ঠ অভিনেত্রীর জাতীয় পুরস্কার জিতে নেন। এই অর্জন পরিবার এবং ভক্তদের জন্য এক গর্বের মুহূর্ত হিসেবে স্মরণীয় হয়ে থাকবে। ‘মিসেস চ্যাটার্জি ভার্সেস নরওয়ে’ ছবিতে তাঁর প্রশংসিত অভিনয়ের জন্য এই সম্মান প্রদান করা হয়েছে, যেখানে তিনি একজন মায়ের চরিত্রে অভিনয় করেছেন, যিনি নিজের সন্তানদের হেফাজতের জন্য বিদেশি সরকারের বিরুদ্ধে লড়াই করেন। ছবিটি সাগরিকা চক্রবর্তীর বাস্তব জীবনের কাহিনী থেকে অনুপ্রাণিত, এবং রানি মুখোপাধ্যায়ের আবেগঘন অভিনয় দর্শকদের হৃদয় ছুঁয়ে গেছে।

এই স্বীকৃতি রানির জীবনে এক গুরুত্বপূর্ণ মাইলফলক হলেও, তাঁর মা কৃষ্ণা মুখোপাধ্যায় মনে করেন, এই পুরস্কার অনেক দেরিতে পেয়েছেন অভিনেত্রী। তাঁর অনেক আগেই পাওয়া উচিত ছিল। মুম্বইয়ের একটি দুর্গাপুজোর প্যান্ডেলে সংবাদমাধ্যমকে তিনি বলেন, ‘আমি খুশি যে ও জাতীয় পুরস্কার পেয়েছে, কিন্তু এটা অনেক দেরিতে পেল। ওর আগেই ব্ল্যাক ছবির জন্য এই পুরস্কারটা পাওয়া উচিত ছিল। তবে আজ আমি খুব গর্বিত।’

প্রয়াত সঙ্গীতশিল্পী কিংবদন্তি বাপ্পি লাহিড়ির স্ত্রী চিত্রাণী লাহিড়িরও একই মত। তিনি রানির ‘ব্ল্যাক’ ছবির অভিনয়কে ‘অসাধারণ’ বলে অভিহিত করেন এবং প্রশ্ন তোলেন, কেন তখন তাঁকে পুরস্কৃত করা হয়নি? চিত্রাণী আরও বলেন, এই বছর শাহরুখ খানও তাঁর প্রথম জাতীয় পুরস্কার পেয়েছেন ‘জওয়ান’ ছবির জন্য, যা তাঁদের কাছে আরও বিশেষ অনুভূতি। তাঁর দাবি, ‘রানি আমার মেয়ের মতো। আমরা খুব আবেগপ্রবণ হয়ে পড়েছি এটা জেনে যে, ও এত দেরিতে পুরস্কার পেল। ব্ল্যাক ছবিতে ও অসাধারণ কাজ করেছে। আমি জানি না, তখন মানুষ কেন ওর প্রতিভা বুঝতে পারেনি। অনেক আগেই ওর এই পুরস্কারটা পাওয়া উচিত ছিল। ৩০ বছর পর, অবশেষে ও পেল।’

২০০৫ সালে ‘ব্ল্যাক’-এ মিশেল ম্যাকন্যালির চরিত্রে রানির শক্তিশালী অভিনয় আজও অনেকের মনে গেঁথে আছে, এবং অনেকেই মনে করেন, তখন তাঁকে উপেক্ষা করা হয়েছিল। তবে ২০২৫ সালের ৭১তম জাতীয় চলচ্চিত্র পুরস্কারে তাঁর এই বহু প্রতীক্ষিত জয় যেন এক পূর্ণবৃত্তের অনুভূতি এনে দিল। এখন, এই বহুপ্রত্যাশিত স্বীকৃতি হাতে নিয়ে, রানি প্রস্তুত হচ্ছেন তাঁর পরবর্তী বড় রিলিজ ‘মর্দানি ৩’-এর জন্য, যেখানে তিনি আবারও ফিরছেন সাহসী পুলিশ অফিসার শিবানী শিবাজি রায়ের ভূমিকায়। ছবিটি মুক্তি পাবে ২০২৬ সালের ২৭ ফেব্রুয়ারি।

You might also like!