দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: অভিনয়ের পাশাপাশি প্রযোজনাতেও মন দিয়েছেন বলিউড অভিনেত্রী কৃতি স্যানন। হাতে রয়েছে একগুচ্ছ নতুন প্রকল্প। তার আগেই বিদেশের মাটিতে এক অনন্য নজির স্থাপন করলেন তিনি। সম্প্রতি বার্লিনে অনুষ্ঠিত বিশ্ব স্বাস্থ্য সম্মেলন ২০২৫-এ প্রথম ভারতীয় নায়িকা হিসেবে দেশের হয়ে প্রতিনিধিত্ব করেছেন কৃতি। বিশ্বের দরবারে মহিলাদের স্বাস্থ্য সচেতনতার বার্তা পৌঁছে দিয়ে তৈরি করলেন এক বিশেষ নজির।
এই বিশ্ব স্বাস্থ্য সম্মেলনে কৃতি বলেন, “সারা বিশ্বে মহিলাদের সংখ্যা নেহাত কম নয়। জনসংখ্যার অর্ধেক মহিলাই। কিন্তু তাঁদের স্বাস্থ্য নিয়ে কখনও কেউ মাথা ঘামায় না। এই সমস্যা বিশ্বব্যাপী ছব্রিয়ে রয়েছে। এই মানসিকতার পরিবর্তন আনতে হবে। মনে রাখতে হবে মহিলাদের স্বাস্থ্য একেবারেই হেলাফেলার বিষয় নয়। মনে রাখবেন পরিবারের মহিলা সদস্যর স্বাস্থ্য সুরক্ষিত রাখলে তবেই সে কিন্তু সকলের যত্ন নিতে পারবেন। তাঁকে ছাড়া আপনার পরিবারের সবকিছুই অসম্পূর্ণ। তাই সময় থাকতেই তাঁর যত্ন নিতে হবে। অনেক ক্ষেত্রেই বাল্যবিবাহ ও পরিবারে মেয়েদের পিছিয়ে রাখার বিষয়ও তাঁদের বেশিরভাগ ক্ষেত্রে নিজেদের স্বাস্থ্য ও অধিকার নিয়ে কথা বলার মতো শক্তি জোগায় না। তাই মহিলাদের স্বাস্থ্য নিয়ে সচেতন হওয়া জরুরি।”
ইঞ্জিনিয়ারিং পাশ করার পরই বলিউডে পা রেখেছেন কৃতি স্যানন। অভিনয় ও প্রযোজনার পাশাপাশি নিজের ব্যবসায়ও তিনি সক্রিয়। এক কথায়, একসাথে একাধিক ভূমিকায় সফলভাবে কাজ করেন কৃতি। সামনেই পরিচালক আনন্দ এল রাইয়ের পরিচালনায় ধনুশের সঙ্গে রোম্যান্টিক ঘরানার ছবি ‘তেরে ইশক মে’-তে অভিনয় করছেন তিনি, যা আগামী ২৮ নভেম্বর মুক্তি পাবে। এর আগে নতুন দায়িত্বে নিজেকে প্রমাণ করে বিদেশের মাটিতে নতুন নজির স্থাপন করেছেন কৃতি, সমাজের প্রতি একজন শিল্পীর দায়বদ্ধতা কতটা গুরুত্বপূর্ণ তা স্পষ্ট করেছেন।