Breaking News
 
Mamata Banerjee: তৃণমূল টিমকে আটকানোর পরেই মমতার কড়া হুঁশিয়ারি: ‘আমি নিজে যাব, কত দম আছে দেখব!’ Mamata Banerjee:ছটপুজোর প্রসঙ্গ টেনে মমতার আক্রমণ: 'বিহারের জন্য ছাড়, আর উত্তরবঙ্গের ভাড়া ১৮ হাজার! এটা কি বৈষম্য নয়?' Tripura:‘গান্ধীবাদ’ ছেড়ে এবার ‘সুভাষ’ হওয়ার ডাক! ত্রিপুরায় ‘পুলিশি সন্ত্রাস’-এর প্রতিবাদে সরব তৃণমূল TMC: আটক তৃণমূল প্রতিনিধি দল, পুলিশি বাধার মুখে ত্রিপুরা বিমানবন্দর কাঁপল 'সন্ত্রাস' বিরোধী স্লোগানে! Mamata Banerjee : হামলার পর রাজ্যজুড়ে উত্তেজনা, মমতার হুঁশিয়ারি— ‘শান্ত থাকুন, উসকানিতে পা দেবেন না’ CM Mamata Banerjee:দুর্যোগে বিপর্যস্ত উত্তরবঙ্গ, মুখ্যমন্ত্রীর নির্দেশ— ‘জীবন আগে, দ্রুত নিরাপদ স্থানে যান’

 

Life Style News

7 hours ago

Perfume Allergy: সুগন্ধির প্রতিক্রিয়ায় ত্বকে দাগ পড়েছে? রইল কার্যকরী সমাধান!

Perfume Allergy
Perfume Allergy

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: ত্বকে সরাসরি সুগন্ধি লাগানোর অভ্যাস রয়েছে? অনেকেই গন্ধ দীর্ঘক্ষণ ধরে রাখতে ত্বকের উপরে পারফিউম বা বডি স্প্রে ব্যবহার করেন। কিন্তু এই অভ্যাস ত্বকের জন্য একেবারেই নিরাপদ নয়। বেশিরভাগ সুগন্ধিপণ্যে এমন কিছু রাসায়নিক থাকে যা ত্বকে অ্যালার্জি সৃষ্টি করতে পারে। এর ফলে ‘কনট্যাক্ট ডার্মাটাইটিস’-এর মতো সমস্যা দেখা দিতে পারে—যেখানে ত্বকে লালচে র‌্যাশ, চুলকানি কিংবা জ্বালা ভাব দেখা দেয়। বিশেষ করে পুজোর সময় প্রতিদিন সুগন্ধি ব্যবহারের কারণে ঘাড়, গলা বা অন্যান্য অংশে যদি কালচে দাগ পড়ে যায়, তা হলে সেই সমস্যা সামলাতে কী করবেন?

গলা ও ঘাড়ের কাছে এই কালচে দাগকে বলা হয় ‘অ্যাকান্থোসিস নিগ্রিকানস’। রক্তে শর্করার মাত্রা বেড়ে গেলে অথবা ‘ইনসুলিন রেজিস্ট্যান্স’ হলে এমন দাগ দেখতে পাওয়া যায়। চামড়া কুঁচকে যেতে শুরু করে। আবার অত্যধিক সুগন্ধি ব্যবহারের কারণেও এমন দাগ হতে পারে। বেশি মাত্রায় অ্যালকোহল দেওয়া সুগন্ধি ব্যবহার করলে ত্বকের স্বাভাবিক রং নষ্ট হতে থাকে। দেখা গিয়েছে, ওই ধরনের সুগন্ধি ঘাড়ে বা গলায় লাগিয়ে রোদে বেশি ক্ষণ থাকলে সূর্যের অতিবেগনি রশ্মির সঙ্গে সুগন্ধির রাসায়নিকের বিক্রিয়া হয়ে ত্বকের ওই অংশের মেলানিনের মাত্রার হেরফের হয়। ত্বকের পিএইচের ভারসাম্য নষ্ট হতে থাকে।

∆ দাগছোপ উঠবে কী ভাবে?

• অ্যালার্জি বা দাগছোপ তুলতে ঈষদুষ্ণ জলে ঘন করা দুধ আর ওট্‌মিল মিশিয়ে একটি প্যাক তৈরি করে নিন। যেখানে অ্যালার্জি হয়েছে সেই জায়গায় প্যাকটি কিছু ক্ষণ লাগিয়ে রেখে তার পর ঠান্ডা জলে ধুয়ে নিন।

• স্নানের জলে কয়েকটি নিম পাতা আগে থেকে ফেলে রাখতে পারেন। আবার, নিম পাতা ফোটানো জল তুলোয় করে র‌্যাশের জায়গায় লাগিয়ে রাখতে পারেন। তাতেও উপকার হবে।

• ১ চামচ নিম গুঁড়ো এবং গোলাপ জল মিশিয়ে পেস্ট তৈরি করুন। মুখে লাগান, প্রায় ১৫ মিনিট রেখে ধুয়ে ফেলুন। নিমেও রয়েছে প্রদাহনাশক উপাদান। এছাড়া এটি ব্যাক্টেরিয়ার সংক্রমণ রোধ করতে এবং অন্যান্য জীবাণুর সংক্রমণ ঠেকানোর জন্যও উপকারী।

You might also like!