Country

1 day ago

Shahi Snan of Magh Mela 2026: ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান পুণ্যার্থীদের, সমস্ত ব্যবস্থাপনা মসৃণ

UP, Massive turnout at Triveni Sangam for Shahi Snan of Magh Mela 2026
UP, Massive turnout at Triveni Sangam for Shahi Snan of Magh Mela 2026

 

প্রয়াগরাজ, ৫ জানুয়ারি : তীব্র ঠান্ডাকে উপেক্ষা করেই প্রয়াগরাজের ত্রিবেণী সঙ্গমে শাহী স্নান করলেন অসংখ্য পুণ্যার্থী। মাঘ মেলার প্রথম 'শাহী স্নান' উপলক্ষ্যে সোমবার ভোর থেকেই ত্রিবেণী সঙ্গমে ভক্তদের ভিড় উপচে পড়ে। লক্ষ লক্ষ ভক্ত সঙ্গমে পুণ্যস্নান করেন। এই উপলক্ষ্যে প্রশাসনের পক্ষ সমস্ত ধরনের ব্যবস্থাপনা করা হয়েছে। বিভাগীয় কমিশনার সৌম্য আগরওয়াল বলেন, "গতকাল পৌষ পূর্ণিমার প্রথম শুভ স্নান ছিল এবং স্নানের আনুষ্ঠানিকতা সফলভাবে সম্পন্ন হয়েছে। প্রায় ৩১ লক্ষ ভক্ত পবিত্র জলে স্নান করেছিলেন এবং মেলায় কোথাও কোনও সমস্যা হয়নি। সমস্ত ব্যবস্থা সুষ্ঠু ছিল। আজ, মেলায় ভক্তদের বিশাল ভিড় উপচে পড়েছে এবং মেলা আনুষ্ঠানিকভাবে শুরু হয়েছে। সমস্ত ব্যবস্থা সুষ্ঠুভাবে চলছে।"

You might also like!