Breaking News
 
India vs Australia: শ্রেয়স-রোহিতের দৃঢ়তা, হর্ষিতের দুরন্ত ব্যাটিং; অস্ট্রেলিয়ার বিরুদ্ধে লড়াই করার মতো রান ভারতের Kolkata:প্রেমালাপের সুযোগে সর্বনাশ! ডেটিং অ্যাপের তরুণীর দেওয়া পানীয় খেয়ে খোয়ালেন সোনা-টাকা Mamata Banerjee:ভাইফোঁটায় মমতা বন্দ্যোপাধ্যায়ের বিশেষ উপহার: ‘ভাইয়ের কপালে দিলাম ফোঁটা’, নতুন গানে বার্তা দিলেন মুখ্যমন্ত্রী EC:কমিশনের কাজ প্রত্যাখ্যান! দায়িত্ব নিতে অস্বীকার করায় ছ’শোর বেশি বিএলওকে শোকজ Tejaswi yadav :জোটের ঐক্য বজায় রাখতে কংগ্রেসের 'আত্মবলিদান'! বিহারে তেজস্বীই 'ইন্ডিয়া'-র মুখ্যমন্ত্রী মুখ Twinkle Khanna Andt Karan Johar : টুইঙ্কলের প্রশ্নে বিপাকে করণ? রাখঢাক না করে বললেন, কত বছর বয়সে হারান ভার্জিনিটি

 

Entertainment

3 hours ago

Ranbir Kapoor: প্রাক্তনের মুখে রণবীরের নতুন রূপের কাহিনি—‘বিয়ের পর এমন বদল কেউ ভাবেনি!’

Ranbir Kapoor has often called Rishi Kapoor a strict but loving father
Ranbir Kapoor has often called Rishi Kapoor a strict but loving father

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: তিনি ঋষি কপূরের সন্তান হলেও, বলিউডে নিজের যোগ্যতায় নিজেকে প্রতিষ্ঠিত করেছেন রণবীর কপূর। পরিচালক সুভাষ ঘাই জানিয়েছেন, ঋষি ও রণবীরের মধ্যে আগেও অনেক ফারাক ছিল এবং একাধিকবার পিতা-পুত্রের ঝগড়াও দেখা গিয়েছে। তবে বিয়ের পর রণবীর পুরোপুরি বদলে গেছেন।

সুভাষ বলেছেন, “ঋষি কপূর ও রণবীর কপূর দু’জনে ভিন্ন ব্যক্তিত্ব। নতুন প্রজন্ম যে ভাবে বাঁচতে চায়, তা বাবার পছন্দ নয়। আর বাবা যা চান, তার সঙ্গে মেলে না ছেলের। তাই ওঁদের দু’জনকে বহু বার ঝগড়া করতে দেখেছি।”

রণবীর নাকি প্রথমের দিকে বিদেশি ছবির দিকে বেশি ঝুঁকেছিলেন। ঋষি বার বার তাঁকে বোঝাতেন, ভারতে সফল হতে হলে তাঁকে হিন্দি ছবিতে মন দিতে হবে। সুভাষ বলেছেন, “নিউ ইয়র্ক থেকে ছবি পরিচালনার প্রশিক্ষণ নিয়ে ফিরেছিল রণবীর। ঋষি ওঁর ছেলের সঙ্গে সম্পর্ক নিয়ে আমাকে নানা বিষয় বলতেন। উনি প্রায়ই রণবীরকে খুব বকতেন। রণবীর সরাসরি কিছু বলত না। পরে নীতুর কাছে গিয়ে নালিশ করত। ওর অভিযোগ ছিল, ওকে স্বাধীন ভাবে সিদ্ধান্ত নিতে দেওয়া হচ্ছে না। দু’জনের মধ্যে বেশ কিছু পার্থক্য ছিল। আজ ও অভিনেতা হিসেবে এক নম্বর। কিন্তু দুর্ভাগ্যবশত আজ ওর সাফল্য দেখার জন্য ওর বাবা নেই।”

বিয়ের পরে কেমন পরিবর্তন এসেছে রণবীরের জীবনে? এই প্রসঙ্গে পরিচালক বলেন, “ও এমন একজন মানুষ, যে জীবনকে ভাল ভাবে বোঝে। বিয়ের পরে ও আরও পরিণত হয়েছে। ও এখনও বড়দের শ্রদ্ধা করে। যখনই দেখা হয়, পা ছুঁয়ে প্রণাম করে। ওর মধ্যে এখনও এই মূল্যবোধ রয়েছে। এমনিতে ও খুবই সাদা মনের মানুষ।”

You might also like!