দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক: দীপাবলির সন্ধ্যায় বাড়িতে যদি আড্ডার পরিকল্পনা থাকে, তাহলে অতিথিদের জন্য মেনু ভাবনাও নিশ্চয়ই চলছে জোরকদমে। আমিষ বা নিরামিষ– যা-ই বানান, একটা স্পেশাল পদ সকলের মন জয় করে নেবেই। এবার কিছু নতুন পরিবেশন করতে চাইলে রেস্তরাঁয় অর্ডার দেওয়ার দরকার নেই। বরং বাড়িতেই বানিয়ে ফেলুন খেজুর-আমসত্ত্বের পরোটা। গরম গরম পরিবেশন করুন, আর চমকে দিন অতিথিদের। নিচে রইল সহজ রান্নার প্রণালী।
উপকরণ—
৪ কাপ আটাআধ কাপ ময়দা
এক চিমটে নুন
এক চামচ ঘি
ঈষদুষ্ণ জল
পুরের জন্য—
আধ কাপ আমসত্ত্বকুচি
আধ কাপ খেজুরকুচি
তিন চামচ কিশমিশ কুচিয়ে নেওয়া
প্রণালী—
আটা-ময়দা মিশিয়ে ঈষদুষ্ণ জল দিয়ে নরম করে মাখতে হবে। তাতে সামান্য নুন ও ঘি দিয়ে ময়ান দিন। ভাল করে মেখে নরম মণ্ড বানাতে হবে। তার পর সেটি ঢেকে রাখুন আধ ঘণ্টার মতো। অন্য একটি পাত্রে পুরের সব কুচোনো উপকরণ মিশিয়ে রাখুন। ময়দার লেচি কাটার আগে আরও এক বার মেখে নিন। তার পর লেচি কেটে তাতে খেজুর, আমসত্ত্ব, কিশমিশের কুচি ভরে বেলে নিন। অল্প ঘি তাওয়ায় দিয়ে দু’পিঠ সেঁকে নিন। এই পরোটা আচার বা দইয়ের সঙ্গে পরিবেশন করতে পারেন।