Breaking News
 
Subhendu Adhikari: দুর্গাপুরকাণ্ডে আইনি লড়াই! ধর্নার অনুমতি চেয়ে হাই কোর্টে বিজেপি, পালটা জমায়েত সরাতে আদালতের দ্বারস্থ মেডিক্যাল কলেজ Arjun Singh: 'কঠোর পদক্ষেপ নয়'! এফআইআর-এর বিরুদ্ধে অর্জুন সিংকে ১০ নভেম্বর পর্যন্ত রক্ষাকবচ দিল কলকাতা হাই কোর্ট Jagadhatri Puja:চন্দননগরে আর 'সাট ডাউন' নয়! বিদ্যুৎ পরিষেবা সচল রেখেই এবার শোভাযাত্রা, বড় ঘোষণা প্রশাসনের Amit Shah: আর নয় বিলম্ব! বঙ্গ বিজেপির গোষ্ঠীদ্বন্দ্বের ক্ষোভ মেটাতে কড়া বার্তা দিতে পারেন অমিত শাহ Google: ১.৫ হাজার কোটি ডলার বিনিয়োগ! অন্ধ্রপ্রদেশে AI হাব গড়তে চলেছে Google, ঐতিহাসিক পদক্ষেপ ভারতের ডিজিটাল যাত্রায় CM Mamata Banerjee:শেষ মুহূর্তে রদবদল! আজ মিরিকে যাচ্ছেন না মমতা, বিপর্যস্ত সুখিয়াপোখরি পরিদর্শনে মুখ্যমন্ত্রী

 

Game

3 hours ago

India’s Paris 2024 Olympic medallists felicitated: ভারতীয় অলিম্পিক পদকজয়ীদের সংবর্ধিত করলো আইওএ

India’s Paris 2024 Olympic medallists felicitated at ceremony in New Delhi
India’s Paris 2024 Olympic medallists felicitated at ceremony in New Delhi

 

নয়াদিল্লি, ১৪ অক্টোবর : সোমবার নয়াদিল্লিতে রাতে এক জমকালো অনুষ্ঠানে ভারতীয় অলিম্পিক অ্যাসোসিয়েশন (আইওএ) কর্তৃক নগদ পুরস্কার প্রদান করা হয়েছে। এই পুরস্কারে সম্মানিত হয়েছেন ২০২৪ সালের প্যারিস অলিম্পিকের পদকজয়ী খেলোয়াড়রা, যাদের মধ্যে রয়েছেন তারকা জ্যাভলিন থ্রোয়ার নীরজ চোপড়া এবং শ্যুটার মনু ভাকের।

পুরুষদের জ্যাভলিন থ্রোতে রৌপ্য পদক জয়ী চোপড়া বর্তমানে দেশের বাইরে থাকায় ব্যক্তিগতভাবে পুরস্কার গ্রহণ করতে পারেননি। অ্যাথলেটিক্স ফেডারেশন অফ ইন্ডিয়ার (এএফআই) একজন কর্মকর্তা ক্রীড়ামন্ত্রী মনসুখ মান্ডব্যের কাছ থেকে ৭৫ লক্ষ টাকার চেক গ্রহণ করেন, যিনি অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

চোপড়ার তৎকালীন কোচ জার্মানির ক্লাউস বার্তোনিয়েটজ, যিনি আর এই সুপারস্টারের সাথে নেই, তাকে ২০ লক্ষ টাকা দিয়ে সম্মানিত করা হয়।বার্তোনিয়েটজও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন না।

মনু প্রথমে ব্যক্তিগত ১০ মিটার এয়ার পিস্তলে ব্রোঞ্জ পদকের জন্য ৫০ লক্ষ টাকা পেয়েছিলেন এবং তারপর মিশ্র ১০ মিটার এয়ার পিস্তল দলগত ইভেন্টে তৃতীয় স্থান অর্জনের জন্য সর্বজ্যোত সিংয়ের সাথে ৫০ লক্ষ টাকা ভাগ করে নিয়েছিলেন।

১০ মিটার এয়ার পিস্তলে ব্যক্তিগত বিভাগে ব্রোঞ্জ পদক জয়ের জন্য তার কোচ জসপাল রানাকে ১০ লক্ষ টাকা প্রদান করা হয়। এরপর তিনি অভিষেক রানার সাথে ১৫ লক্ষ টাকা ভাগাভাগি করে নেন। ১০ মিটার এয়ার পিস্তল মিশ্র বিভাগে মনু এবং সর্বজোত তৃতীয় স্থান অর্জন করেন। ৫৭ কেজি ফ্রিস্টাইলে ব্রোঞ্জ পদক জয়ী রেসলার আমান শেহরাওয়াতকে ৫০ লক্ষ টাকা প্রদান করা হয় এবং তিনি তার কোচ আলী শাবানভের পক্ষ থেকে ১৫ লক্ষ টাকা সংগ্রহ করেন।

৫০ মিটার রাইফেল থ্রি পজিশনে ব্রোঞ্জ পদক জেতা আরেক শ্যুটার স্বপ্নিল কুসলে পেয়েছেন ৫০ লক্ষ টাকা এবং তার কোচ দীপালি দেশপাণ্ডে পেয়েছেন ১৫ লক্ষ টাকা।

ব্রোঞ্জজয়ী ভারতীয় পুরুষ হকি দলের সকল সদস্য ১০ লক্ষ টাকা করে পেয়েছেন এবং প্রধান কোচ ক্রেইগ ফুলটন পেয়েছেন ২০ লক্ষ টাকা।

আইওএ সভাপতি পিটি ঊষা মান্ডব্যের সাথে পদকপ্রাপ্তদের সম্মানিত করেন। আইওএ-র কার্যনির্বাহী কমিটির বেশিরভাগ সদস্যও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

You might also like!