Game

38 minutes ago

IPL 2026 Auction: আইপিএলের নিলামে সব মিলিয়ে ১ হাজার ৩৫৫ ক্রিকেটার নাম লিখিয়েছেন সেখান থেকে দল পাবেন সর্বোচ্চ ৭৭ জন

IPL Auction Frenzy
IPL Auction Frenzy

 

আবুধাবি, ২ ডিসেম্বর  : আগামী আসরের নিলামের জন্য তালিকায় নাম তুলেছেন মোট ১ হাজার ৩৫৫ ক্রিকেটার। তাদের সবার নাম থাকবে না নিলামের চূড়ান্ত তালিকায়। দল পাবেন ৭৭ জন ক্রিকেটার। ফ্র্যাঞ্চাইজিগুলোকে তাদের আগ্রহের তালিকায় থাকা ক্রিকেটারদের নাম জমা দিতে বলা হয়েছে আগামী শুক্রবারের মধ্যে। সেই তালিকা সোমবার জমা দেওয়া হল। আর সেটির ভিত্তিতে মূল তালিকা চূড়ান্ত হবে।

নিলামের তালিকায় বড় চমক গ্লেন ম্যাক্সওয়েলের না থাকা। গত আসরে ব্যাট হাতে ব্যর্থতা ও পরে চোটের কারণে সরে যাওয়া অস্ট্রেলিয়ার আগ্রাসী ব্যাটসম্যান এবার নিলামে নাম লেখাননি। নিলামে এবার সর্বোচ্চ ৭৭ জন ক্রিকেটার দল পাবেন। তাদের মধ্যে বিদেশি ক্রিকেটার ৩১ জন। নিলাম হবে আগামী ১৬ ডিসেম্বর আবু ধাবিতে।

You might also like!