Country

5 hours ago

IndiGo flight cancellation crisis: ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত, যাত্রীদের পাশে ভারতীয় রেল

Western Railway Steps In After IndiGo Flight Chaos
Western Railway Steps In After IndiGo Flight Chaos

 

নয়াদিল্লি, ৭ ডিসেম্বর : দেশের অন্যতম বৃহৎ বিমান সংস্থা ইন্ডিগোর বিমান বিভ্রাট অব্যাহত। এমতাবস্থায় যাত্রীদের পাশে ভারতীয় রেল। ইন্ডিগোর বিমান বিভ্রাটের মধ্যে, যাত্রীদের সুবিধার্থে দেশের বিভিন্ন স্থানে বিশেষ ট্রেন চালানোর ঘোষণা করে ভারতীয় রেল। রেলের এই উদ্যোগকে স্বাগত জানিয়েছেন যাত্রীরা।

ইন্ডিগোর উড়ান বাতিলের জেরে রবিবার সকালেও দিল্লির ইন্দিরা গান্ধী আন্তর্জাতিক বিমানবন্দরে যাত্রীদের ভিড় দেখা গিয়েছে। একই অবস্থা ছিল দেশের অন্যান্য বিমানবন্দরেও। আহমেদাবাদে রেলের মুখ্য জনসংযোগ আধিকারিক অজয় ​​সোলাঙ্কি বলেন, "যাত্রীদের চাহিদা বিবেচনা করে পশ্চিম রেল বিশেষ ট্রেন চালানোর সিদ্ধান্ত নিয়েছে। সবরমতী-দিল্লি স্পেশাল ট্রেন ৭ এবং ৯ ডিসেম্বর রাত ১০.৫৫ মিনিটে চালানো হবে এবং পরের দিন বিকেল ৩.১৫ মিনিটে দিল্লি পৌঁছবে।"

You might also like!