
মেক্সিকো, ৫ ডিসেম্বর : ২০২৬ ফিফা বিশ্বকাপের ভেন্যু মেক্সিকোর স্তাদিও অ্যাকরন নিয়ে পাওয়া গেছে রক্ত হিম করা খবর। স্টেডিয়ামটির পাশে মিলেছে প্রায় পাঁচশ ব্যাগ মানুষের দেহাবশেষ। মূলত মেক্সিকোর মাদক পাচারকারীদের সাম্রাজ্য হিসেবে পরিচিত জলিস্কো শহর। সেখানেই হত্যা, অপহরণসহ সব অপরাধ কর্মকাণ্ড করে থাকে তারা। তবে বিশ্বকাপের আগে এই অবস্থা দেখে মেস্কিকো সরকার জলিস্কোতে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা জারি করতে যাচ্ছে।
এই তথ্য উঠে এসেছে মেক্সিকান একটি অনলাইন পোর্টালে। যা নিয়ে তোলপাড় শুরু হয়েছে বিশ্বগণমাধ্যমে। মেক্সিকোর অনলাইল পোর্টাল আরিস্তেগুইয়ের দাবি ২০১৮ সাল থেকে ২০২৪ সাল পর্যন্ত অ্যাক্রন স্টেডিয়াম ও এর আশপাশ থেকে উদ্ধার করা হয়েছে শত শত ব্যাগ ভর্তি মানবদেহের অংশ। এই তথ্য পাওয়ার পর জলিস্কোকে বিশ্বকাপের আয়োজক শহর রাখা হবে কিনা তা নিয়েও দেখা দিয়েছে শঙ্কা। ২০২৬ ফিফা বিশ্বকাপে যুক্তরাষ্ট্রের পাশাপাশি সহ-আয়োজক দেশ হিসেবে রয়েছে মেক্সিকো ও কানাডা। বেশিরভাগ ম্যাচ যুক্তরাষ্ট্রে আয়োজিত হলেও গ্রুপ পর্বের চারটি আয়োজন করবে মেক্সিকো।
উত্তর আমেরিকার এই দেশটির মোট তিনটি স্টেডিয়ামে বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে। বিশ্বকাপের উদ্ভোধনী ম্যাচ আয়োজিত হবে মেক্সিকোর সবচেয়ে বড় স্টেডিয়াম এই স্তাদিও অ্যাজটেকাতে। এছাড়া মনটেরি স্টেডিয়াম ও গুয়াদালাহারা স্তাদিও অ্যাকরন স্টেডিয়ামেও বিশ্বকাপের ম্যাচ আয়োজনের কথা রয়েছে।
