
কলকাতা, ২৮ জানুয়ারি : নাজিরাবাদে ভস্মীভূত ডেকরেটর্সের গুদামের মালিক গঙ্গাধর দাসকে মঙ্গলবার রাতে গড়িয়া এলাকা থেকে গ্রেফতার করলো পুলিশ। বুধবার তাঁকে বারুইপুর মহকুমা আদালতে পেশ করা হবে। গাফিলতির জেরে মৃত্যুর অভিযোগে গ্রেফতার হলেন তিনি। যদিও গঙ্গাধরের দাবি, গাফিলতি তাঁর নয়। পুলিশের কাছে তিনি দাবি করেছেন, মোমো কারখানার গাফিলতির কারণেই আগুন লাগে। তবে আগুন কোথা থেকে ছড়াল, তা এখনও নিশ্চিত করে কেউই বলতে পারছেন না।
ডেকরেটর্সের গুদাম লাগোয়া মোমো কোম্পানির গুদাম ছিল। সেটিও আগুনে পুড়ে খাক। ওই মোমো কোম্পানির মালিকদের বিরুদ্ধেও একই ধারায় অভিযোগ দায়ের হয়েছে। তবে এখনও পর্যন্ত মোমো কোম্পানির কাউকে গ্রেফতার করা হয়নি।
উল্লেখ্য, সোমবার ভোররাতে খেয়াদহ–২ গ্রাম পঞ্চায়েতের নাজিরাবাদে ডেকরেটার্স সংস্থার গুদামে আগুন লাগে। তার গা ঘেঁষেই ছিল মোমো তৈরির কারখানা। মুহূর্তের মধ্যে সেখানে আগুন ছড়িয়ে পড়ে। পুলিশ সূত্রে খবর, সোমবার ওই এলাকায় তল্লাশি চালিয়ে ৮ জনের দেহ উদ্ধার হয়েছিল। মঙ্গলবার সেখান থেকে আরও তিন জনের দেহ পাওয়া যায়। তবে দেহগুলি এমন ভাবে ঝলসে গিয়েছে যে তাঁদের চেনা যাচ্ছে না। ওই মৃতদের পরিচয় নিশ্চিত করতে ডিএনএ ম্যাচিংয়ের জন্য আদালতে আবেদন করা হবে বলে জানিয়েছে পুলিশ।
