Life Style News

1 hour ago

Home Hygiene: ছোট ফ্ল্যাটে জায়গার অভাব? বিছানার নিচে জিনিস রাখার আগে জেনে নিন অদৃশ্য বিপদের কথা

Hidden dangers of under-bed storage
Hidden dangers of under-bed storage

 

দূরন্ত বার্তা ডিজিটাল ডেস্ক:  শহুরে জীবনে বড় বাড়ি এখন প্রায় অতীত। চারদিকে ছোট্ট ছোট্ট ফ্ল্যাটে ভরে গিয়েছে মহানগর। একসঙ্গে হাত-পা ছড়িয়ে থাকার জায়গাই যেখানে সংকট, সেখানে অতিরিক্ত জিনিসপত্র রাখার জায়গা পাওয়া যেন রীতিমতো যুদ্ধ। স্বাভাবিক ভাবেই অনেকেরই বিছানার নিচে কিংবা আলমারির কোণে ঠাঁই পায় পুরনো কাপড়, জুতো, ব্যাগ বা নানা দরকারি-অদরকারি সামগ্রী।

কিন্তু জানেন কি, এই অভ্যাসই ডেকে আনতে পারে বড় বিপদ? দীর্ঘদিন পরিষ্কার না হওয়া বিছানার নিচে ধুলোবালি জমে দ্রুত। সেই ধুলোর সঙ্গেই বাসা বাঁধে জীবাণু, ছত্রাক ও নানা ক্ষতিকর ব্যাকটেরিয়া। বিশেষজ্ঞদের মতে, এর ফলে অ্যালার্জি, শ্বাসকষ্ট, ত্বকের সমস্যা এমনকি সংক্রমণের ঝুঁকিও বাড়ে।

১। বাড়িতে থাকা পুরনো খবরের কাগজ কিংবা কার্ডবোর্ড আমরা অনেক সময় বিছানার নিচে রাখি। তাতে ধুলোময়লার সঙ্গে বাসা বাঁধে জীবাণু। যার ফলে বাড়ির সদস্যদের ডাস্ট অ্যালার্জির মতো সমস্যা তৈরি হতে পারে। তাই ভুলেও এই জিনিসগুলি বিছানার নিচে রাখবেন না।

২। বেশিরভাগ গৃহস্থ বাড়িতে কম্বল কিংবা বাড়তি বালিশপত্র বক্স খাটের ভিতর ঢুকিয়ে রাখা হয়। ওই বালিশ কিংবা কম্বলে ধুলো জমা হয়। সেগুলি ব্যবহার করলে ধুলো থেকে শ্বাসকষ্টের সমস্যা দেখা দিতে পারে। তাই বিছানার বক্সে বালিশ, কম্বল রাখার সময় তা ভালো করে ঢেকে রাখুন।

৩। অনেকে চামড়ার ব্যাগ এবং জুতো বিছানার নিচে রাখেন। একাজ কি আপনিও করেন? ভুলেও তা করবেন না। তাতে চামড়ার ক্ষতি হয়। আবার অদৃশ্য জীবাণুও বাসা বাঁধে। ফলে রোগের আঁতুড়ঘর হয়ে ওঠে সেগুলি।

৪। বড় স্যুটকেস কেউ কেউ বিছানার তলায় রাখেন। তাতেও একই সমস্যা দেখা দেয়। তাই ভুল করেও এই কাজ করবেন না।

৫। কোনও খাবার জিনিস বিছানার তলায় রাখা উচিত নয়। তাতে খাবার নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আবার পোকামাকড়ের বাড়বাড়ন্ত হয়।

৬। বৈদ্যুতিন সামগ্রী ধুলোবালি আকর্ষক। তাই ভুল করেও কোনও বৈদ্য়ুতিন সামগ্রী বিছানার তলায় রাখবেন না।

৭। অব্যবহার্য পোশাক জমিয়ে রাখেন অনেকে। আর সেগুলি রাখা হয় বিছানার নিচে। বাস্তুশাস্ত্রবিদদের মতে, তাতে ঘুমে ব্যাঘাত হতে পারে। তাই এসব জিনিস একেবারে বাড়ির বাইরে ফেলে দিন। ঘরে জমিয়ে রাখবেন না।

You might also like!